মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২৩৮ রানে জয়, ইরানি কাপ চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত

ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম যে তৈরি, সেটা বুঝিয়ে দিল এবারের ইরানি কাপ। ঘরোয়া ক্রিকেট থেকে যে তারকারা উঠে আসছেন, তাঁরা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেতে পারেন।

২০২১-২২ মরসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য়প্রদেশকে ২৩৮ রানে হারিয়ে ইরানি কাপ জিতল অবশিষ্ট ভারতীয় দল। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের দরকার ছিল ৪৩৭ রান। তবে ১৯৮ রানেই থেমে যায় গতবারের রঞ্জি চ্যাম্পিয়নরা। শনিবার চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের স্কোর ছিল ২ উইকেটে ৮১। রবিবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন আর ১১৭ রান করেই বাকি ৮ উইকেট হারাল মধ্যপ্রদেশ। শনিবার ৫১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক হিমাংশু মন্ত্রী। তিনি এদিন আর রান করতে পারেননি। এটাই এই ইনিংসের সর্বাধিক স্কোর। দ্বিতীয় সর্বাধিক ৪৮ রান করেন হর্ষ গাউলি। ৩১ রান করেন আমন সোলাঙ্কি। ২৩ রান করেন অঙ্কিত কুশওয়া। ১৩ রান করেন শুভম শর্মা। মধ্যপ্রদেশের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। অবশিষ্ট ভারতীয় দলের হয়ে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন সৌরভ কুমার। বাংলার পেসার মুকেশ কুমার ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন অতীত শেঠ। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন পুলকিত নারাং। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন নবদীপ সাইনি।

এই ম্যাচে অবশিষ্ট ভারতীয় দলের জয়ের নায়ক তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। ২১ বছরের এই ব্যাটার ২১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন যশস্বী। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান করেন তিনি। ১১-তম ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে দ্বিশতরান ও অপর ইনিংসে শতরান করার নজির গড়লেন যশস্বী। ভারতীয়দের মধ্যে প্রথম এই নজির গড়েন কে এস দলিপসিংজি। ১৯২৯ সালে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে এই নজির গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এই নজির রয়েছে একমাত্র সুনীল গাভাসকরের।

Latest Videos

এই ম্যাচের প্রথম ইনিংসে যশস্বীর দ্বিশতরান ও বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণের ১৫৪ রান ও যশ ধূলের ৫৫ রানের সুবাদে ৪৮৪ রান করে অবশিষ্ট ভারত। মধ্য়প্রদেশের হয়ে ৭৪ রান দিয়ে ৪ উইকেট নেন আবেশ খান। ২ উইকেট করে নেন অনুভব আগরওয়াল ও কুমার কার্তিকেয়। ১ উইকেট নেন অঙ্কিত। প্রথম ইনিংসে ২৯৪ রান করে মধ্যপ্রদেশ। ১০৯ রান করেন যশ দুবে। দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান করে অবশিষ্ট ভারত। যশস্বী ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি।

আরও পড়ুন-

মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতী, চোখধাঁধানো উদ্বোধন উইমেনস প্রিমিয়ার লিগের

হরমনপ্রীতের ঝোড়ো ব্যাটিং, উদ্বোধনী ম্যাচে বিশাল ব্যবধানে জয় মুম্বই ইন্ডিয়ানসের

Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি