চমক দিয়েই শুরু হল উইমেনস প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস ও গুজরাট জায়ান্টসের মধ্যে দুর্দান্ত লড়াই হল। অসাধারণ পারফরম্যান্স দেখালেন মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কউর।
উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১৪৩ রানে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। এদিন অসাধারণ পারফরম্যান্স দেখান মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হরমনপ্রীত কউর। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোর করে মুম্বই ইন্ডিয়ানস। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ বলে ৬৫ রান করেন হরমনপ্রীত। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। ওপেনার হেলি ম্যাথুজ করেন ৩১ বলে ৪৭ রান। ২৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন অ্যামেলিয়া কের। ২৩ রান করেন ন্যাট স্কিভার-ব্রান্ট। ৫ উইকেটে ২০৭ রান করে মুম্বই ইন্ডিয়ানস। গুজরাটের হয়ে জোড়া উইকেট নেন স্নেহ রানা। ১ উইকেট করে নেন অ্যাশলে গার্ডনার, তনুজা কাঁওয়ার ও জর্জিয়া ওয়্যারহ্যাম। গুজরাটের অধিনায়ক বেথ মুনি এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তাঁর সিদ্ধান্ত যে একেবারেই ঠিক ছিল না, সেটা ম্যাচ কিছুক্ষণ গড়ানোর পরেই বোঝা যায়। হরমনপ্রীত ক্রিজে জমে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি গুজরাট।
এদিন ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি এত সহজে জয় পাবে মুম্বই। ম্যাথুজ শুরু থেকেই সাবলীল ব্যাটিং করলেও, ছন্দে ছিলেন না ভারতীয় দলের সদস্য ইয়াস্তিকা ভাটিয়া। এই ওপেনার ৮ বল খেলে মাত্র ১ রান করেন। ১৫ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। এরপর দলের রান ৬৯ পর্যন্ত টেনে নিয়ে যান ম্যাথুজ ও স্কিভার-ব্রান্ট। হরমনপ্রীত ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে দ্রুত রান তোলেন। শেষদিকে পূজা বস্ত্রকর ১৫ রান করেন।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুনি। তিনি আর ব্যাটিং করতে নামতে পারেননি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ বল খেলে কোনও রান না করেই আউট হয়ে যান হারলিন দেওল। প্রথম ওভারেই উইকেট হারায় গুজরাট। এরপর দ্বিতীয় ওভারের শুরুতেই আউট হয়ে যান গার্ডনার। ৩ রানে ২ উইকেট হারায় গুজরাট। ৫ রানের মাথায় তৃতীয় উইকেট যায়। ২ রান করে আউট হয়ে যান ওপেনার সাবভিনেনি মেঘনা। অ্যানাবেল সাদারল্যান্ড লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনিও ৬ রান করেই আউট হয়ে যান। ৮ রান করেন ওয়ারহ্যাম। এরপর ২ বল খেলে ১ রান করে আউট হয়ে যান স্নেহ। ৩ বল খেলে কোনও রান করার আগেই আউট হয়ে যান তনুজা। ২৩ রানে ৭ উইকেট হারায় গুজরাট। এরপর মুম্বইয়ের জয় ছিল সময়ের অপেক্ষা। তবে কিছুটা লড়াই করেন দয়ালান হেমলতা। তিনি ২৯ রান করে অপরাজিত থাকেন। ৬৪ রানে অলআউট হয়ে যায় গুজরাট। মুম্বইয়ের হয়ে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন সাইকা ইশাক। জোড়া উইকেট নেন কের ও স্কিভার-ব্রান্ট। ১ উইকেট নেন ইসি উং।
আরও পড়ুন-
মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতী, চোখধাঁধানো উদ্বোধন উইমেনস প্রিমিয়ার লিগের
স্বর্গকে নিশ্চয়ই আরও আকর্ষণীয় করে তুলেছো, ওয়ার্নের মৃত্য়ুবার্ষিকীতে বন্ধুকে স্মরণ সচিনের
বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর