মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতী, চোখধাঁধানো উদ্বোধন উইমেনস প্রিমিয়ার লিগের

Published : Mar 04, 2023, 06:55 PM ISTUpdated : Mar 04, 2023, 07:35 PM IST
Mumbai Indians

সংক্ষিপ্ত

বিশ্ব ক্রিকেটকে বদলে দিয়েছে আইপিএল। ১৫ বছর পর শুরু হওয়া উইমেনস প্রিমিয়ার লিগ মহিলা ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে শুরুটা আশা জাগিয়েই হল।

২০০৩ বিশ্বকাপের সময় সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন মন্দিরা বেদী। ২০ বছর পরেও তাঁর আকর্ষণ অটুট। উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানেও সঞ্চালনার দায়িত্ব ছিল মন্দিরার উপরেই। তবে এবার তিনি স্টুডিওর ঘরে বসে নয়, স্টেডিয়ামে দাঁড়িয়ে সঞ্চালনা করলেন। প্রথমে এই লিগের উদ্দেশ্য স্পষ্ট করে দিলেন মন্দিরা। তারপর শুরু হল মূল অনুষ্ঠান। প্রথমেই দর্শকদের মাতিয়ে দিলেন সদ্য বিবাহিতা কিয়ারা আদবানি। তাঁর পরনে ছিল গোলাপি গাউন। বরাবরের মতোই আকর্ষণীয়া ছিলেন কিয়ারা। একের পর এক গানে নেচে উঠলেন এই অভিনেত্রী। চমকের আরও বাকি ছিল। কিয়ারা মঞ্চ ছাড়তেই দেখা গেল অপর এক জনপ্রিয় অভিনেত্রী কৃতী স্যাননকে। তিনিও দর্শকদের উদ্বেলিত করে তুললেন। কৃতীর অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চে উঠলেন সঙ্গীতশিল্পী এ পি ধিঁলো। তিনিও একের পর এক গানে দর্শকদের মাতিয়ে দিলেন। সবচয়ে বেশি সময় ধরে চলল এই গায়কের অনুষ্ঠান। দর্শকদের উল্লাস দেখেই বোঝা যাচ্ছিল তাঁরা এই অনুষ্ঠান কতটা উপভোগ করেছেন। ধিঁলোর গান শেষ হওয়ার আগে ফের মঞ্চে এলেন কিয়ারা ও কৃতী।

নাচ-গান শেষ হওয়ার পর ফের দেখা গেল মন্দিরাকে। তিনি মঞ্চে ডাকলেন বিসিসিআই সভাপতি রজার বিনিকে। এরপর মঞ্চে এলেন বিসিসিআই সচিব জয় শাহ। আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমলও মঞ্চে এলেন। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও মঞ্চে উঠলেন। বিসিসিআই-এর অন্যান্য কর্তারাও ছিলেন। গুজরাট জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং, ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি, মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হরমনপ্রীত কউর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মন্ধানা মঞ্চে উঠে ট্রফি উন্মোচন করলেন।

প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস। সন্ধে সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু এদিনই বেলার দিকে জানানো হয়, রাত ৮টায় শুরু হবে ম্যাচ। বিকেল ৪টেয় খুলে দেওয়া হয় ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের গেট। দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা দেখা যায়। মহিলা ক্রিকেটের জনপ্রিয়াত এখন অনেক বেড়ে গিয়েছে। ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের আগে দেশের মাটিতে গত সিরিজেই সেটা দেখা গিয়েছে। এবার টি-২০ লিগ মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অন্ক বাড়িয়ে দেবে বলেই আশা বিসিসিআই কর্তা, ক্রিকেটারদের। সবাই এই লিগ নিয়ে আশাবাদী।

আরও পড়ুন-

আমেদাবাদ টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরছেন সামি, হচ্ছে না স্পিনারদের সহায়ক পিচ

স্বর্গকে নিশ্চয়ই আরও আকর্ষণীয় করে তুলেছো, ওয়ার্নের মৃত্য়ুবার্ষিকীতে বন্ধুকে স্মরণ সচিনের

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?