Rohit Sharma Record: আয়ারল্যান্ডের ক্রিকেটার ভেঙে দিলেন রোহিত শর্মার বিশ্বরেকর্ড! নয়া ইতিহাস

Published : Jan 30, 2026, 01:53 PM IST
Rohit Sharma Record: আয়ারল্যান্ডের ক্রিকেটার ভেঙে দিলেন রোহিত শর্মার বিশ্বরেকর্ড! নয়া ইতিহাস

সংক্ষিপ্ত

Rohit Sharma Record: রোহিতের বিশ্বরেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার। ঘটনাচক্রে তিনি আবার সেই দলের অধিনায়ক। রোহিতও কিন্তু একটা সময়, জাতীয় দলের অধিনায়কই ছিলেন (paul stirling vs rohit sharma)।

Rohit Sharma Record: বিশ্ব ক্রিকেটে রেকর্ড তৈরিই তো হয় ভাঙার জন্যই। এবার ভেঙে গেল ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মার একটি বিশ্বরেকর্ড (rohit sharma records in cricket history)। তবে তা কোনও বড় দলের ক্রিকেটার ভাঙেননি। রোহিতের বিশ্বরেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার। ঘটনাচক্রে তিনি আবার সেই দলের অধিনায়ক। রোহিতও কিন্তু একটা সময়, জাতীয় দলের অধিনায়কই ছিলেন (paul stirling vs rohit sharma)। 

রোহিতের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন পল স্টার্লিং

আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরকের্ড ভেঙে দিলেন। সংযুক্ত আরব আমিশাহীর বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে, মাঠে নামার সঙ্গে সঙ্গেই রোহিতের বিশ্বরেকর্ডটি ভেঙে দিলেন স্টার্লিং। 

তিনি মোট ১৬০টি ম্যাচ খেলে ফেললেন। কিন্তু রোহিতের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার সংখ্যা ১৫৯। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার, আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিশাহীর মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই ম্যাচের এই সিরিজ়ে আয়ারল্যান্ডের অধিনায়ক হলেন করছেন পল স্টার্লিং। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ প্রস্তুতির সুযোগ। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। 

নয়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই আইরিশ ক্রিকেটার

গত ২০০৯ সালে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টার্লিং-এর। এই নিয়ে মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনকি, এই নিয়ে এটি তাঁর ৪৫ তম ম্যাচ, যেখানে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপেও খেলেন। এটি নিয়ে তাঁর নবম বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তিনি মাঠে নামেননি। 

এবারের বিশ্বকাপ খেললে তিনি রোহিত শর্মা এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের পর, তৃতীয় ক্রিকেটার হিসেবে ৯টি বিশ্বকাপ খেলার নজির গড়ে ফেলবেন। অর্থাৎ, আরও একটি নয়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই আইরিশ ক্রিকেটার। 

সেইসঙ্গে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্টার্লিং এই মুহূর্তে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি মোট ১৬০টি ম্যাচ খেলে ৩৮৭৪ রান করেছেন। গড় ২৬.৫৩। তাঁর নামের পাশে একটি শতরানও রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: ২০২৪ পর্যন্ত ছিলেন অচেনা, কিন্তু ২০২৬-এ বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক
ডব্লুপিএল ২০২৬: গ্রেস হ্যারিসের দুর্দান্ত ব্যাটিং, ইউপি ওয়ারিয়র্জকে উড়িয়ে ফাইনালে আরসিবি