
Royal Challengers Bengaluru vs UP Warriorz: ইউপি ওয়ারিয়র্জকে সহজেই আট উইকেটে হারিয়ে চলতি উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League 2026) ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর ছন্দ হারিয়েছিল স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দল। পরপর দুই ম্যাচে হেরে যায় আরসিবি। তবে বৃহস্পতিবার ছন্দ ফিরে পেলেন স্মৃতিরা। বৃহস্পতিবার তাঁরা দাপট দেখিয়ে জয় পেলেন। ফাইনালে হয়তো গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) মুখোমুখি হতে পারে আরসিবি। তবে মুম্বই ইন্ডিয়ানসও (Mumbai Indians Women) ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে আছে। ফলে ফাইনালে দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে। আগামী বৃহস্পতিবার এই লিগের ফাইনাল। ফলে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাচ্ছেন স্মৃতিরা।
বৃহস্পতিবার শীর্ষে থেকেই চলতি উইমেনস প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলে ছয় জয় ও দুই হারের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আরসিবি। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট জায়ান্টস সাত ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ানস সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals Women) সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। সবার শেষে থাকা ইউপি ওয়ারিয়র্জ সাত ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে।
বৃহস্পতিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্মৃতি। প্রথমে ব্যাটিং করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ আট উইকেট হারিয়ে ১৪৩ রান করে। ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning) এবং দীপ্তি শর্মা (Deepti Sharma)। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৪ রান। ল্যানিং ৩০ বলে ৪১ রান করেন। দীপ্তি ৪৩ বলে ৫৫ রান করেন। কিন্তু বাকিরা কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। আরসিবি-র হয়ে ২২ রান দিয়ে চার উইকেট নেন নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk)। ২২ রান দিয়ে জোড়া উইকেট নেন গ্রেস হ্যারিস (Grace Harris)। এরপর রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি। হ্যারিস ৩৭ বল খেলে ৭৫ রান করেন। তিনি ১৩টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। স্মৃতি ২৭ বল খেলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি আটটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।