ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরা, জয়সওয়ালও বাদ?

Published : Feb 12, 2025, 12:35 AM IST
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরা, জয়সওয়ালও বাদ?

সংক্ষিপ্ত

যদিও আগে ১৫ সদস্যের প্রাথমিক দলে বুমরার নাম ছিল।

তবে দলের জন্য একটা বড় ধাক্কা বুমরার না থাকা। পুরোপুরি সুস্থ না হওয়ার ফলে, যশপ্রীত বুমরাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। আরও একটি পরিবর্তন করা হয়েছে ভারতীয় দলে। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে স্পিনার বরুণ চক্রবর্তীর দলে অন্তর্ভুক্তি ঘটেছে। 

জয়সওয়াল আদতে ছিলেন একজন নন-ট্র্যাভেলিং সাবস্টিটিউট। সেইসঙ্গে, মহম্মদ সিরাজ এবং শিবম দুবেও নন-ট্র্যাভেলিং সাবস্টিটিউট।

এর আগে অবশ্য টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দলে বুমরার নাম ছিল। তবে দলে পরিবর্তন করার শেষ তারিখ ছিল আজ। তবে তার মাঝেই বুমরা ফিট নন বলে জানিয়ে দিয়েছে BCCI। বর্ডার-গাভাসকার ট্রফির পর থেকে তিনি আর ক্রিকেট খেলেননি। এমনকি, বুমরাকে নিয়ে সাম্প্রতিক কোনও আপডেটও পাওয়া যায়নি। 

বর্তমানে তিনি বেঙ্গালুরুতে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। সেখানে কিছুটা রিহ্যাব করছেন বলেও শোনা গেছে। 

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার দাবি জানান ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, এখন যে দল ঘোষণা করা হয়েছে তা শুধুমাত্র প্রাথমিক দল। কারণ, বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া যেতেই পারে। শেষপর্যন্ত, অশ্বিনের কথাই সত্যি প্রমাণিত হল।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল