চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবেন বুমরা? পরিবর্ত কি কেকেআর তারকা?

Published : Feb 11, 2025, 09:55 AM ISTUpdated : Feb 11, 2025, 10:28 AM IST
Jasprit Bumrah CT 2025

সংক্ষিপ্ত

আগামী সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সব দলেরই প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পেস বোলিং নিয়ে চিন্তায় ভারতীয় দল।

এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই পেসার জসপ্রীত বুমরা কি এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? ১৯ তারিখ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন ভারতেরপ প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বুমরা না খেললেও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাকে ভারতীয় দলের দরকার। ফলে এই পেসারের ফিটনেসের দিকে বিসিসিআই-এর নজর রয়েছে। টিম ম্যানেজমেন্টও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন বুমরার ফিটনেসের বিষয়ে খোঁজ নিচ্ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই পেসার ফিট হয়ে উঠবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

বুমরার পরিবর্ত কেকেআর তারকা?

বিসিসিআই এখনও আশাবাদী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরা। কিন্তু সেই আশা ক্রমশঃ কমছে। ফলে বুমরার পরিবর্ত তৈরি রাখা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই বোলার এই ফর্ম্যাটে প্রথমবার খেলার সুযোগ পেলেন। এই দুই বোলারই আবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। প্রথমজন হলেন হর্ষিত রানা। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই খেলেছেন এবং ইনিংসের মাঝের ওভারগুলিতে ভালো বোলিং করেছেন। ফলে বুমরার পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন হর্ষিত। তবে কেকেআর-এর অপর এক তারকা বরুণ চক্রবর্তীও তৈরি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এই স্পিনার। কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন বরুণ।

বুমরার পরিবর্ত পেসার না স্পিনার?

সংযুক্ত আরব আমিরশাহিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে ভারতীয় দল। সেখানকার পিচ ও পরিবেশ-পরিস্থিতি বিচার করেই বুমরার পরিবর্ত ঠিক করতে পারে বিসিসিআই। বুমরা যে কোনও পিচেই ভালো বোলিং করতে সক্ষম। কিন্তু তাঁর মতো দক্ষতা সবার নেই। এই কারণে বুমরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করছে বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তৈরি মহম্মদ শামি? কী জানালেন ভারতের ব্যাটিং কোচ?

জন্মের পর পুণেতে ডাস্টবিনে পড়েছিলেন, সেই মেয়েই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিংবদন্তি!

টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল