Jasprit Bumrah: ম্যাঞ্চেস্টার টেস্টে কি খেলবেন যশপ্রীত বুমরা? চলে এল বিরাট আপডেট

Published : Jul 21, 2025, 11:53 PM ISTUpdated : Jul 22, 2025, 12:47 AM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

Jasprit Bumrah: বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট। কিন্তু বুমরা খেলবেন কি? 

Jasprit Bumrah: পেস বোলারের কি অভাব পড়ে গেল ভারতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না আর্শদীপ সিং (india vs england test series 2025)। ওদিকে আবার পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। সেইসঙ্গে, চোট সমস্যা রয়েছে আকাশদীপেরও (india vs england 4th test)। 

এহেন পরিস্থিতিতে কি যশপ্রীত বুমরা ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে নামবেন? 

তবে তাঁর ওয়ার্কলোড নেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন দলের নির্ভরযোগ্য পেসার মহম্মদ সিরাজ। প্রসঙ্গত, জিম করতে গিয়ে হাঁটুতে চোট পান নীতীশ। সঙ্গে সঙ্গে তাঁর হাঁটুর স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, লিগামেন্ট বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আবার আকাশদীপের পুরনো পিঠের চোট বেশ ভোগাচ্ছে। 

উল্লেখ্য, এজবাস্টন টেস্টে ১০টি উইকেট নিয়েছিলেন বাংলার এই জোরে বোলার 

তার উপর আবার চতুর্থ টেস্টে খেলতে পারবেন না আর্শদীপ সিং। অনুশীলনে ফিল্ডিং করার সময় হাত কেটে ফেলেন তিনি। এমনকি, নেটেও বল করতে পারেননি। এরপরেই অংশুল কম্বোজকে সিনিয়র দলের অনুশীলনে ডেকে নেওয়া হয়েছে।

চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিলে অর্শদীপের খেলার সম্ভাবনা ছিল। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। একই অবস্থা শার্দূল ঠাকুরের। অর্থাৎ শুভমানের গিলের হাতে এখন মাত্র তিনজন পেসার। সেক্ষেত্রে ‘ওয়ার্কলোড’ সামনে বুমরাহ কি খেলবেন ম্যাঞ্চেস্টারে? সিরাজ জানিয়ে গেলেন, “জসসি ভাই তো খেলবেই।”

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি ম্যাচে মাঠে নামার কথা বুমরার

ম্যাঞ্চেস্টারে যদি তিনি খেলেন, তাহলে পঞ্চম টেস্টে আবার তিনি নাও খেলতে পারেন। এমনিতে আবার সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। এমতাবস্থায়, বুমরাকে খেলাতে চাইছে টিম ইন্ডিয়া।  অন্যদিকে, আকাশদীপের চোট প্রসঙ্গে সিরাজ বলেন, “আকাশদীপের একটা সমস্যা রয়েছে। তবে ও আজ বল করেছে। এবার ফিজিওরা বাকিটা বুঝবেন। টিম কম্বিনেশন বদলাচ্ছে, কিন্তু পরিকল্পনা একই থাকবে। ঠিক জায়গায় আমাদের বল করে যেতে হবে।” 

সূত্রের খবর, চতুর্থ টেস্টে সুযোগ পেতে পারেন স্পিনার কুলদীপ যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম