
Asia Cup 2025: আসন্ন সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কিন্তু তার আগে সব পক্ষকে নিয়ে ঢাকায় একটি বৈঠক করতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভি।
তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, একেবারেই বাংলাদেশে যেতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর কর্তারা। ইতিমধ্যেই নকভিকে সেই কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দেশে কোনওভাবেই যেতে চাইছেন না বিসিসিআই কর্তারা। তারা নকভিকে জানিয়ে দিয়েছেন, ঢাকায় বৈঠক হলে তাদের পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। বিসিসিআই-এর বক্তব্য, পাকিস্তান এবং বাংলাদেশ বাদে অন্য কোথাও বৈঠক হলে যোগ দেওয়ার কথা ভেবে দেখবেন তারা।
তবে এসিসি এখনও বৈঠকের জায়গা বদল করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই খবর। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, এশিয়া কাপ আপাতত অনিশ্চিত। কোনোরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানের সমর্থন ভারতের সঙ্গে পুরোপুরিভাবেই রয়েছে। বলা চলে, ভারতের দলেই তারা রয়েছে।
সেক্ষেত্রে বিসিসিআই বৈঠকে যোগ না দিলে, এই তিনটি দেশের ক্রিকেট বোর্ডের কর্তারাও হয়ত ঢাকায় যাবেন না। এইরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও এই বিষয়ে কোনও পক্ষই এখনও সরকারিভাবে কিছু জানায়নি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের জেরে এশিয়া কাপ আয়োজন কোনওভাবেই সম্ভব নয়। একমাত্র নিরপেক্ষ কোনও দেশে প্রতিযোগিতা আয়োজিত হলে, তবেই ভারত এবং পাকিস্তান দুই দেশের অংশগ্রহণ করবে। এমনিতেই গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি-র মধ্যস্থতা বৈঠকে পিসিবি কর্তারা পরিষ্কার জানিয়ে দেন, ভারতে দল পাঠানো হবে না।
এমনকি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদেরকেও কিন্তু পাকিস্তানে পাঠায়নি বিসিসিআই। যদিও তার আগে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলার ভারতে এসেছিল পাকিস্তান। কিন্তু এবার এশিয়া কাপ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।