IND vs ENG Women Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের! ৮ উইকেটে জয় ইংল্যান্ডের

Published : Jul 20, 2025, 12:19 AM ISTUpdated : Jul 20, 2025, 12:20 AM IST
IND vs ENG Women Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের! ৮ উইকেটে জয় ইংল্যান্ডের

সংক্ষিপ্ত

IND vs ENG Women Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৮ উইকেটে পরাজিত হয়েছে।

IND vs ENG Women Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শনিবার, ভারতীয় মহিলা ক্রিকেট দল ৮ উইকেটে পরাজিত হয়েছে। লর্ডসে এদিন বৃষ্টির কারণে, খেলা দেরিতে শুরু হয় এবং ম্যাচের ওভার কমানো হয়। ২৯ ওভারে নেমে আসা সেই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামে ভারত। 

কিন্তু ব্যাটিং ব্যর্থতার সামনে পড়ে তারা। ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। স্মৃতি মান্ধানা করেন ৪২ রান এবং দীপ্তি শর্মা অপরাজিত থাকেন ৩০ রানে। এছাড়া আর কেউ সেইভাবে ভালো খেলতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সোফি একলস্টোন তিনটি এবং এম আরলট ও লিন্ডসে স্মিথ দুটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড যখন জয়ের দিকে এগোচ্ছে, তখন আবার বৃষ্টি নামে। 

তার ফলে, জয়ের লক্ষ্যমাত্রা ২৪ ওভারে ১১৫ রানে নেমে আসে 

শেষপর্যন্ত, মাত্র ২১ ওভারে ইংল্যান্ড লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। অ্যামি জোন্স (৫৭ বলে অপরাজিত ৪৬), ট্যামি বিউমন্ট (৩৪) ইংল্যান্ডকে জয় এনে দেন এই ম্যাচে। আর এই জয়ের ফলে, তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল।

তবে এই কথা মানতেই হবে যে, ইংল্যান্ড শুরুটা দারুণ করে। বিউমন্ট-জোন্স জুটি ৫৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। খেলার ১১তম ওভারে, বিউমন্টকে স্নেহ রানা এলবিডব্লিউ করেন। এরপর ন্যাট স্কিভার-ব্রান্টকে (২১) ক্রান্তি গৌত বোল্ড করলেও সোফিয়া ডাঙ্কলি (৯) এবং জোন্স ইংল্যান্ডকে জয় এনে দেন। উল্লেখ্য, এর আগে ভারতের শুরুটা ভালো হয়নি একেবারেই। দ্বিতীয় ওভারেই ভারত প্রথম উইকেটটি হারায়। 

ভারতের ব্যর্থ ব্যাটিং লাইন আপ 

তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানা-হারলিন দিওল (১৬) ৪০ রান যোগ করেন। দুজনেই ভালো খেলছিলেন এবং তখন মনে হচ্ছিল ভারতকে খাদের কিনারা থেকে তারা বের করে আনবেন। কিন্তু একলস্টোনের বলে হারলিন আউট হয়ে যান।

এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌর (৭) মাত্র নয় বল খেলেন এদিন। জেমিমা রদ্রিগেজ (৩), উইকেটরক্ষক-ব্যাটার ঋচা ঘোষও (২) ব্যর্থ এই ম্যাচে। একলস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। 

ম্যাচের ২১তম ওভারে, মান্ধানার (৪২) আউট হওয়া ভারতের জন্য বড় ধাক্কা ছিল। স্মিথের বলে চার্লি ডিনের হাতে ক্যাচ দেন তিনি। এরপর অরুন্ধতী রেড্ডি (১৪), স্নেহ রানা (৬), ক্রান্তি গৌত (৪) এর সঙ্গে দীপ্তি ভারতকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

জবাবে ব্যাট করতে নেমে, ইংল্যান্ড খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম