
Joe Root: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট বুধবার থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচে ইংল্যান্ডের তারকা জো রুটের সামনে রয়েছে এক অনন্য কীর্তি গড়ার সুযোগ। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে আর মাত্র ১২০ রান করলেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি। এখন পর্যন্ত ১৫৬টি টেস্ট ম্যাচ খেলে জো রুটের সংগ্রহ ১৩,২৫৯ রান। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং সচিন তেন্ডুলকার রয়েছেন রুটের আগে।
আর মাত্র ১২০ রান করলেই দ্রাবিড়, ক্যালিস এবং পন্টিংকে একসাথে পেছনে ফেলে দেবেন এই ইংল্যান্ড তারকা। এরপর ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকারই একমাত্র থাকবেন রুটের সামনে। ২০০ টেস্ট ম্যাচ খেলে সচিন করেছেন ১৫,৯২১ রান। শচীনকে টপকাতে রুটের প্রয়োজন আরও ২,৬৬৩ রান। লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে শতরান করে রুট বেশ কিছু রেকর্ড ইতিমধ্যেই গড়ে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে এটি ছিল তার ১১তম শতরান। তাছাড়া ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরানের রেকর্ডে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে একই সারিতে চলে এসেছেন রুট।
অন্যদিকে, স্মিথ ৪৬টি ইনিংসে ১১টি শতরান পেয়েছেন। গত পাঁচ বছরে, রুটের করা এটি ২০তম টেস্ট শতরান এবং চলতি বছরের প্রথম শতরান। ২০১১, ২০১২ এবং ২০২৪ সালে ৬টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন জো রুট। উল্লেখ্য, গত ২০২৩ সালে তাঁর ঝুলিতে ছিল ২টি শতরান। লর্ডসে করা শতরানটি ছিল রুটের টানা তৃতীয় এবং ক্যারিয়ারের অষ্টম ডবল সেঞ্চুরি।
এর আগের দুটি টেস্টে রুটের স্কোর ছিল যথাক্রমে ১৪৩ এবং ১০৩। লর্ডসে টানা তিনটি শতরান করা তৃতীয় ব্যাটসম্যান হলেন রুট। ১৯১২-২৬ সালে জ্যাক হবস এবং ২০০৪-০৫ সালে মাইকেল ভন একমাত্র এই কীর্তির অধিকারী ছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।