Karun Nair 200: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অসাধারণ ডবল সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় তারকা করুণ নায়ার। আর তারপর থেকেই জল্পনা শুরু, কবে জাতীয় দলে কামব্যাক করছেন এই তরুণ তুর্কি (karun nair 200 in england)?
ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই যেন দলে তিন নম্বর জায়গাটা নিজের জন্য কার্যত, বুক করে ফেললেন তিনি (karun nair 200 runs highlights)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় এ দল। সেই ম্যাচেই প্রথম দিনের শেষে ১৮৬ রানে অপরাজিত ছিলেন করুণ এবং ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ৪০৯।
ব্যাট করতে নামার কিছুক্ষণের মধ্যেই ডবল সেঞ্চুরি করেন করুণ নায়ার। শেষপর্যন্ত, ২৮১ বলে ২০৪ রানের উপহার দিয়ে তিনি আউট হন। তাঁর ইনিংসে ছিল ২৬টি চার। তবে সেঞ্চুরি হারালেন ধ্রুব জুরেল। একেবারে শতরানের দোরগোড়ায় পৌঁছে ৯৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।
প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার পর, প্রশ্ন উঠছিল যে, তাদের অভাব কে পূরণ করবেন? এবার সেখানে অনায়াসেই অটোমেটিক অপশন হিসেবে চলে আসবে করুণের নাম। ভারতীয় এ দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। তবে মূল ভারতীয় দলে আবার সেই জায়গায় খেলেন অধিনায়ক শুভমান গিল। সেক্ষেত্রে যদি তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেন, তাহলে তিন নম্বরে করুণ নায়ার সহজেই খেলতে পারেন।
এদিকে প্রথম দিন ৯২ রানে আউট হয়েছিলেন সরফরাজ খান। তবে রান পেলেন না বাংলার অভিমন্যু ঈশ্বরণ। সেইসঙ্গে, রান পেলেন না নীতীশ কুমার রেড্ডিও। তাঁর সংগ্রহে মাত্র ৭ রানে। শার্দূল ঠাকুরের ঝুলিতে ২৭ রান এবং হর্ষ দুবে করেন ৩২ রান। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শেষপর্যন্ত, ৫৫৭ রান তোলে ভারতীয় এ দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।