
Kennington Oval Test Match: জল্পনাই সত্যি হল। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলছেন না ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর পরিবর্তে দলে এসেছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এই সিরিজের শুরুর দিকে খেলার সুযোগ পেয়েছিলেন এই পেসার। অত্যন্ত খারাপ পারফরম্যান্স দেখান তিনি। কিন্তু তারপরেও তাঁকে খেলার সুযোগ দেওয়া হল। এবারও আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) টেস্ট অভিষেক হল না। চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার আকাশ দীপ (Akash Deep)। চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে খেলছেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার (Karun Nair)। বাদ পড়েছেন পেসার অংশুল কম্বোজ (Anshul Kamboj)।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে সব ম্যাচেই টসে হেরে গেলেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। এই নিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টসে হেরে গেলেন ভারতের পুরুষ দলের অধিনায়ক। এই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক অলি পোপ (Ollie Pope) প্রথমবার দলকে নেতৃত্ব দিয়েই টসে জিতলেন। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করছে। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কথা মাথায় রেখেই প্রথমে ফিল্ডিং নিল ইংল্যান্ড।
এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), সাই সুদর্শন (Sai Sudharsan), শুবমান গিল (অধিনায়ক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইংল্যান্ডের হয়ে খেলছেন- জাক ক্রলি (Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), অলি পোপ (অধিনায়ক), জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), জ্যাকব বেথেল (Jacob Bethell), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন (Gus Atkinson), জেমি ওভারটন (Jamie Overton) ও জশ টাং (Josh Tongue)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।