রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কেরালা বনাম উত্তরপ্রদেশ, দুর্দান্ত শুরু করল কেরালা

১৬২ রানে উত্তরপ্রদেশকে আউট করে ক্রিজে নেমে দুর্দান্ত শুরু করেছে কেরালা। ওপেনার বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মল দলকে ভালো সূচনা এনে দিয়েছেন।

রঞ্জি ট্রফি ক্রিকেটে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস ১৬২ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে কেরালা। প্রথম দিনের খেলা শেষে দুই উইকেট হারিয়ে ৮২ রানে অবস্থান করছে কেরালা। ২১ রানে অপরাজিত আছেন বাবা অপরাজিত এবং ৪ রানে আদিত্য সারাওয়াত। ২৮ রান করা রোহন কুন্নুম্মল এবং ২৩ রান করা বৎসল গোবিন্দের উইকেট হারিয়েছে কেরালা। উত্তরপ্রদেশের হয়ে আকিব খান এবং শিবম মাভি একটি করে উইকেট নিয়েছেন।

১৬২ রানে উত্তরপ্রদেশকে আউট করে ক্রিজে নেমে দুর্দান্ত শুরু করেছে কেরালা। ওপেনার বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মল দলকে ভালো সূচনা এনে দিয়েছেন। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন তারা। রোহন কুন্নুম্মলকে (২৮) আউট করে কেরালার উদ্বোধনী জুটি ভাঙেন আকিব খান। ৬৯ রানে বৎসল গোবিন্দকে (২৩) শিবম মাভি আউট করলেও আর কোনো উইকেট না হারিয়ে বাবা অপরাজিত এবং আদিত্য সারাওয়াত ৮২ রানে পৌঁছে দেন কেরালাকে। আট উইকেট হাতে রেখে উত্তরপ্রদেশের স্কোরের সমান করতে কেরালার আর ৮০ রান দরকার। দ্বিতীয় দিনে বড় ইনিংস খেলে প্রথম ইনিংসে লিড নেওয়ার চেষ্টা করবে কেরালা।

Latest Videos

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানে অলআউট হয় উত্তরপ্রদেশ। ৩০ রান করা শিবম শর্মা ছিলেন উত্তরপ্রদেশের সর্বোচ্চ স্কোরার। নীতীশ রানা ২৫ রান করেন। কেরালার হয়ে জালাজ সাক্সেনা পাঁচ উইকেট নিয়েছেন। আরিয়ান জুয়াল (২৩), মাধব কৌশিক (১৩), প্রিয়ম গার্গ (১), সামীর রিজভি (১), সিদ্ধার্থ যাদব (১৯) ব্যর্থ হলেও দশ নম্বরে নেমে ৩০ রান করা শিবম শর্মা উত্তরপ্রদেশকে ১৫০ রানের গণ্ডি পার করান।

১২৯-৯ স্কোরে বিপর্যতিতে পড়া উত্তরপ্রদেশকে শেষ উইকেটে ৩২ রান যোগ করে শিবম শর্মা-আকিব খান (৩) জুটি ভালো স্কোরে পৌঁছে দেয়। কেরালার হয়ে পাঁচ উইকেট নেওয়া জালাজ সাক্সেনা ছাড়াও বেসিল থাম্পি দুটি উইকেট নিয়েছেন। তিরুবনন্তপুরম থুম্বা সেন্ট জেভিয়ার্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেঙ্গলের বিপক্ষে আগের ম্যাচ খেলা দলে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কেরালা। এম ডি নিধীশের জায়গায় পেসার কে এম আসিফ কেরালার একাদশে স্থান পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি