KKR vs MI Probable First XI: ওয়াংখেড়েতে মুখোমুখি কলকাতা বনাম মুম্বই, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পাচ্ছেন?

সংক্ষিপ্ত

KKR vs MI Probable First XI: আইপিএলে সোমবার হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি কলকাতা বনাম মুম্বই (KKR vs MI)।

KKR vs MI Probable First XI: চলতি প্রতিযোগিতার অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার, আইপিএলে (IPL 2025) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)। কার্যত, ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষায় দর্শকরা।

 

Latest Videos

 

সবথেকে বড় বিষয়, গত ম্যাচে জয় পেয়েছে কেকেআর। ফলে, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে যা কিছুটা হলেও এগিয়ে রাখছে কলকাতাকে। রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে দুরন্ত ইনিংস উপহার দেন কেকেআর-এর উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। খেলেন ৬১ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংস (KKR vs MI Dream 11 prediction)।

 

 

একইসঙ্গে সেই ম্যাচে অসাধারণ বোলিং করেন কলকাতার বোলাররা। বৈভব আরোরা, মইন আলি, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীরা ২টি করে উইকেটও পান। স্বাভাবিকভাবেই, এই ক্রিকেটারদের দিকে এদিনের ম্যাচে অবশ্যই নজর থাকবে।

সেইসঙ্গে, অধিনায়ক অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন এবং অঙ্গকৃশ রঘুবংশীর দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (KKR vs MI 2025)।

অপরদিকে মুম্বই কিন্তু বেশ চাপে আছে। পরপর দুই ম্যাচে হার। প্রথমে চেন্নাই এবং তারপর গুজরাত। ফলে, এই ম্যাচ থেকে কি ঘুরে দাঁড়াতে পারবেন রোহিত শর্মারা? উত্তর দেবে সময়। কারণ, রোহিত নিজেই ফর্মে নেই। ওপেনিং জুটিতে তাঁর সঙ্গী রিকেলটনের অবস্থাও তথৈবচ (IPL 2025 Schedule)।

যদিও গত ম্যাচে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা কিছুটা ভালো খেলেন। তবে লোয়ার মিডল অর্ডারে রবিন মিনজ, হার্দিক, মিচেল স্যান্টনার এবং নমন ধীর পুরোপুরি ব্যর্থ হন।

শুধু তাই নয়, বোলিং বিভাগে দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু এবং হার্দিককে বাড়তি দায়িত্ব নিতেই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সবমিলিয়ে, মুম্বইয়ের এই তারকাদের দিকে তো অবশ্যই নজর থাকবে।

কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ (KKR vs MI Probable First XI)?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশঃ কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃশ রঘুবংশী

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর

ইমপ্যাক্ট প্লেয়ার: সত্যনারায়ণ রাজু

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর