KKR vs RCB: পারদ চড়ছে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের, নজর থাকবে কাদের দিকে?

Published : Mar 21, 2025, 03:00 PM IST
IPL 2025 KKR vs RCB

সংক্ষিপ্ত

KKR vs RCB Update: মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঢাকে কাঠি পড়েছে আইপিএল-এর (IPL 2025)।

KKR vs RCB: উদ্বোধনী ম্যাচে শনিবার, মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore)। প্রতি বছরের মতো এবারও আইপিএল নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিশাল উত্তেজনা।

খুব স্বাভাবিকভাবেই কলকাতার সমর্থকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেশি। তার কারণ, ১০ বছর পর উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ হচ্ছে কলকাতায়। আর এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই (IPL 2025 News)।

এমনিতেই কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই হাইভোল্টেজ লড়াই। এবার আরও বেশি নজির থাকবে যাদের দিকে, তারা হলেন বিরাট কোহলি এবং হর্ষিত রানা। এখনও অবধি টি-২০ ক্রিকেটে হর্ষিতের বিরুদ্ধে ১৭ বলে মোট ২৩ রান করেছেন কোহলি। আর আউট হয়েছেন মাত্র একবারই (IPL 2025 Updates)।

এবার আসা যাক ফিল সল্ট এবং এনরিখ নোখিয়ার প্রসঙ্গে। গত মরশুমে কেকেআর-এর হয়ে খেলেছিলেন সল্ট। শোনা যাচ্ছে, কোহলির সঙ্গে তিনিই ওপেন করবেন। সেক্ষেত্রে শুরুতেই নোখিয়ার সামনে পড়ার প্রবল সম্ভাবনা। পরিসংখ্যান বলছে, টি-২০ ক্রিকেটে নোখিয়ার বিরুদ্ধে ২ বলে ৫ রান করেছেন সল্ট। কিন্তু একবারও আউট হননি।

এই ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেন রিঙ্কু সিং এবং যশ দয়ালও। তিন বছর আগে গুজরাতের হয়ে খেলার সময়, দয়ালকে শেষ ওভারে পাঁচটি ছক ৬ মেরে কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু। সেই ইনিংসের পরেই লাইমলাইটে চলে আসেন রিঙ্কু (IPL 2025 Schedule)।

তবে টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের কথা একেবারে না বললেই নয়। এই দুই তারকার দুরন্ত দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, সুনীল নারাইন এবং ভুবনেশ্বর কুমারের দিকেও চোখ থাকবে সকলের। জানা যাচ্ছে, কলকাতার হয়ে এবারও ওপেন করতে পারেন নারিন। তাহলে সামলাতে হবে ভুবনেশ্বরকে (IPL 2025 Opening Ceremony)।

ফলে, প্রথম ম্যাচেই লড়াই কার্যত, শেয়ানে শেয়ানে। ভালো ক্রিকেট এবং ভরপুর বিনোদন নিয়েই তৈরি হচ্ছে ইডেন। অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?