KKR vs RCB: শনিবার কেকেআর-আরসিবি ম্যাচ, গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন-মেট্রো

Published : Mar 20, 2025, 09:35 PM ISTUpdated : Mar 20, 2025, 10:12 PM IST
KKR IPL

সংক্ষিপ্ত

IPL 2025: প্রতিবারই আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলে গভীর রাত পর্যন্ত মেট্রোরেল, লোকাল ট্রেন পরিষেবা পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

IPL 2025 Opening Match: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রতিপক্ষ এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), ভেঙ্কটেশ আইয়ারদের (Venkatesh Iyer) বিরুদ্ধে বিরাট কোহলিদের (Virat Kohli) লড়াই দেখার জন্য ইডেনে ভিড় জমাবেন প্রায় ৬৫,০০০ দর্শক। ম্যাচ শেষ হবে গভীর রাতে। সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে ইডেনে যাবেন না। কলকাতা শহরের মধ্যে বা শহরতলিতে বাড়ি হলে ক্যাব, বাইক ট্যাক্সিতে চড়ে দর্শকরা ফিরতে পারবেন। কিন্তু দূরে বাড়ি হলে ফেরা কঠিন। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে মেট্রোরেল ও পূর্ব রেল। গভীর রাত পর্যন্ত মেট্রোরেল ও লোকাল ট্রেন পরিষেবা পাওয়া যাবে। ফলে ক্রিকেটপ্রেমীদের সুবিধা হতে চলেছে।

ক্রিকেটপ্রেমীদের পাশে রেল

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিএবি-র পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ম্যাচের পর গভীর রাতে যাত্রীদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধ মেনে অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। শনিবার রাতে কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনে পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। এসপ্ল্যানেড ছাড়া অন্য কোনও মেট্রো স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। তবে যে কোনও স্টেশনে নামতে পারবেন। শনিবার রাত ১২টা বেজে ১৫ মিনিটে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের দিকে রওনা হবে বিশেষ ট্রেন। এই বিশেষ পরিষেবার জন্য যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে। কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইনে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্তও শনিবার গভীর রাতে বিশেষ ট্রেন পাওয়া যাবে। রাত ১২টা বেজে ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে রওনা হবে ট্রেন।

 

 

গভীর রাতে পাওয়া যাবে লোকাল ট্রেন

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে ও ২৫ মে ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের জন্য হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন রাত ১১টা বেজে ৪৫ মিনিটের বদলে ১০ মিনিট পিছিয়ে রাত ১১টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে। যে ক্রিকেটপ্রেমীরা ইডেন গার্ডেন্সে আইপিএল টি-২০ ম্যাচ দেখতে যাবেন, তাঁদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন এবং দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এখনও ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ শেষ হওয়ার পর গভীর রাতে লোকাল ট্রেন পরিষেবার কথা ঘোষণা করা হয়নি। তবে রেলের এই দুই ডিভিশনেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে