KKR vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার দুপুরে, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals)।
সেই ম্যাচেই টসে জিতে ব্যাটিং নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে।
উল্লেখ্য, নিজেদের গত ম্যাচে কলকাতা বেশ দাপুটে জয় পেয়েছে। স্বভাবতই, রবিবার তারা অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে। তার মধ্যে আবার ঘরের মাঠে ম্যাচ এবং বিপুল জনসমর্থন। যা নাইটদেরকে বাড়তি তাতিয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অতএব, এদিনের ম্যাচে অবশ্যই নাইট ব্রিগেডের রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অধিনায়ক অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীর দিকে নজর রাখতেই হবে (kkr vs rr 2025 ipl)।
আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে রাজস্থান। তারা গত ম্যাচে হেরেছে ঠিকই! কিন্তু সেই দলে এমন একজন রয়েছেন, যাকে নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়ে গেছে। সেই তরুণ তুর্কি হলেন বৈভব সূর্যবংশী। ইডেনে কি তিনি আবার হুঙ্কার দেবেন? সময় বলবে সেই কথা (kkr vs rr 2025 pitch)।
তবে তারকাখচিত এই রাজস্থান দল কিন্তু যে কোনও সময়ে বাজিমাত করতে পারে। তাই রবিবার, বৈভব ছাড়াও যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, অধিনায়ক রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুভ জুরেল জোফ্রা আর্চার এবং মাহিশ থিকশানার দিকে অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?
কলকাতা নাইট রাইডার্সঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার-ব্যাটার) সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, মইন আলী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
ইমপ্যাক্ট সাবঃ মনীশ পান্ডে, হর্ষিত রানা, লভনিথ সিসোদিয়া, অনুকূল রায়, রভম্যান পাওয়েল
রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), কুণাল সিং রাঠোর, ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, যুধবীর সিং চরক, আকাশ মাধওয়াল
ইমপ্যাক্ট সাবঃ কুমার কার্তিকেয়, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, অশোক শর্মা, কোয়েনা মাফাকা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।