আলাপ কলেজের অনুষ্ঠানে, কাজ করতেন এনজিও-র হয়ে, চিনে নিন সূর্যকুমার যাদবের স্ত্রীকে
বেশিরভাগ সফল পুরুষের পিছনেই একজন নারী থাকেন। বর্তমানে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদবও ব্যতিক্রম নন। তাঁর সাফল্যের পিছনে স্ত্রী দেবীশা শেট্টি আছেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
Web Desk - ANB | Published : Jan 8, 2023 9:54 PM / Updated: Jan 08 2023, 10:26 PM IST
কলেজের একটি অনুষ্ঠানে দেবীশা শেট্টির সঙ্গে আলাপ হয় সূর্যকুমার যাদবের
কলেজের অনুষ্ঠানে আলাপ হওয়ার পরেই এক অপরের প্রেমে পড়ে যান দেবীশা শেট্টি ও সূর্যকুমার যাদব।
২০১৬ সালের ২৯ মে সূর্যকুমারের সঙ্গে বিয়ে হয় দেবীশার, তখনও ক্রিকেটার হিসেবে এই খ্যাতি পাননি সূর্যকুমার
সূর্যকুমার যখন নেহাতই একজন সাধারণ ক্রিকেটার ছিলেন, তখন থেকেই তাঁর পাশে আছেন দেবীশা। তিনি বরাবরই সূর্যকুমারের সাফল্যের সঙ্গী।
মুম্বইয়ে জন্ম দেবীশার, তিনি একটি এনজিও-তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত দ্য লাইটহাউজ প্রোজেক্ট নামে একটি এনজিও-র হয়ে কাজ করেছেন দেবীশা।
দেবীশা একজন ভালোমানের নৃত্যশিল্পী, তাঁর রীতিমতো নাচের তালিম নেওয়া রয়েছে
নিজে যেমন নৃত্য পরিবেশন করেন, তেমনই নাচ শেখান দেবীশা।
রান্না করতে ভালোবাসেন দেবীশা, তিনি সময় পেলেই রান্না করেন, কেকও বানান দেবীশা
স্ত্রীর হাতের রান্না খেতে ভালোবাসেন সূর্যকুমার। তাঁর পছন্দের রান্না করে দেন দেবীশা। তাঁর তৈরি কেকও খেতে ভালোবাসেন সূর্যকুমার।
ক্রিকেটের পাশাপাশি পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সূর্যকুমার যাদব
নিজের সাফল্যের কারণ হিসেবে সবসময় পরিবারের সাহায্যের কথা উল্লেখ করেন সূর্যকুমার যাদব। তিনি পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন।
সূর্যকুমার ও দেবীশা বেড়াতে ভালোবাসেন, তাঁরা প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যান
বেড়াতে যেতে খুব ভালোবাসেন সূর্যকুমার ও তাঁর স্ত্রী। তাঁরা পশু-পাখিও খুব ভালোবাসেন।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুবাদে সবার নজরে পড়েন সূর্যকুমার, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে
আইপিএল-এ ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার। সীমিত ওভারের ফর্ম্যাটে তিনিই এখন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা।
এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন, যে কোনও ম্যাচের আগে তিনি স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চান
ম্যাচের আগে ক্রিকেট বাদ দিয়ে স্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করে চাপ কাটানোই লক্ষ্য থাকে সূর্যকুমারের।