Yuzvendra Chahal-Dhanashree Verma: তাহলে এই কারণেই ধনশ্রীর সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদ হল?

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা আনুষ্ঠানিকভাবে পারস্পরিক বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাঁদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। তবে তাঁদের নিয়ে জল্পনা অব্যাহত।

Soumya Gangully | Published : Mar 27, 2025 1:47 AM
14
বেশ কিছুদিন ধরে আলাদা থাকার পর গত সপ্তাহে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ হয়েছে

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা ২০ মার্চ পারস্পরিক সম্মতিতে তাঁদের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তাঁদের বসবাসের স্থান নিয়ে মতবিরোধ ছিল বলে জানা গিয়েছে।

24
বিয়ের পর এই বিখ্যাত দম্পতি কোথায় থাকবেন, তা নিয়ে বরাবরই মতবিরোধ ছিল

বিয়ের পর তাঁরা কোথায় থাকবেন, তা নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই আলোচনা হত। চাহাল তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতে চেয়েছিলেন, ধনশ্রী মুম্বইয়ে।

34
বসবাসের স্থান নিয়ে মতবিরোধের কথা অবশ্য স্বীকার করেননি চাহাল ও ধনশ্রী

চাহাল, ধনশ্রী বা তাঁদের পরিবারের কেউই এই প্রতিবেদনগুলি নিশ্চিত করেননি। তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন বিবাহবিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ ছিল।

44
বিবাহবিচ্ছেদের পর ধনশ্রী ভার্মাকে প্রায় ৫ কোটি টাকা দিতে রাজি হয়েছেন যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মাকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দিতে রাজি হয়েছেন। যার অর্ধেক আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং বাকিটা বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পরে দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos