মেলবোর্নে জয় অধরা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ভারত?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরসুমেই ফাইনালে খেলেছে ভারতীয় দল। রোহিত শর্মারা টানা তৃতীয়বার ফাইনালে খেলতে পারবেন কি না, তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ফলের উপর নির্ভর করছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় মরসুমের ফাইনালে দক্ষিণ আফ্রিকার খেলা নিশ্চিত। ৬৩.৩৩ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখন শীর্ষে প্রোটিয়ারা। দ্বিতীয় স্থানের জন্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে লড়াই চলছে। ৫৮.৮৯ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৫৫.৮৮ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে তৃতীয় স্থানে ভারত। এই পরিস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেলবোর্ন ও সিডনিতে জয় পেলে অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে রোহিত শর্মারাই টানা তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে না পারলে ভারতীয় দলের পক্ষে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন সম্ভব হবে না।

দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে ভারত

Latest Videos

ভারতীয় দল যদি মেলবোর্নে চলতি ম্যাচে হেরে যায় বা ম্যাচ ড্র হয়, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে। তবে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান এবং শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখন ১-১। ভারত যদি ৩-১ ফলে সিরিজ জিততে পারে, তাহলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু ভারতীয় দল যদি ২-১ ফলে সিরিজ জেতে, তাহলে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে অন্তত একটি ম্যাচ ড্র হতে হবে বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানকে জিততে হবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল ২-২ হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কাকে জিততেই হবে বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পাকিস্তানকে ২-০ জয় পেতে হবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল ১-১ হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ জয় পেতে হবে শ্রীলঙ্কাকে বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পাকিস্তানকে ২-০ ফলে জিততে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে গেলে ভারতীয় দলের আর কোনও সুযোগ নেই।

মেলবোর্নে লড়াইয়ে ভারত

রবিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা চলছে। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়ার লক্ষ্যে জসপ্রীত বুমরা, আকাশ দীপরা। তাহলেই ভারতীয় দলের কাছে জয়ের সুযোগ থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে ভারত, দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় বুমরা

বৃহস্পতিবার শুরু বক্সিং ডে টেস্ট, কপিল দেবের একাধিক রেকর্ড ভাঙার মুখে জসপ্রীত বুমরা

'এবার নিজের মতো করে জীবন কাটাও,' রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা স্ত্রী প্রীতি নারায়ণনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News