Kohli-Rohit: বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকুক 'এ' দলে, বিসিসিআই-এর অন্দরে তুমুল বিতর্ক?

Published : Aug 11, 2025, 06:19 PM IST
Kohli-Rohit: বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকুক 'এ' দলে, বিসিসিআই-এর অন্দরে তুমুল বিতর্ক?

সংক্ষিপ্ত

Kohli-Rohit: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ভারত 'এ' দলে খেললে দু'জনেরই উপকার হবে বলে মনে করছেন অনেকে। 

Kohli-Rohit: গত বছর টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। চলতি বছরের মে মাসে, টেস্ট ক্রিকেট থেকেও দুজনেই সরে দাঁড়ান। বর্তমানে শুধুমাত্র একদিনের ফরম্যাট খেলছেন তারা। আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলাই তাদের প্রধান লক্ষ্য। তবে কোচ গৌতম গম্ভীরের ইচ্ছা, নতুন প্রজন্মকে তৈরি করা। তাই অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা একদিনের সিরিজই হবে তাদের বিদায়ী ম্যাচ, এইরকম খবরও রটে গেছিল।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সেই জল্পনাকে কার্যত, উড়িয়ে দিয়েছেন

বিশ্বকাপে খেলতে হলে দুজনকেই ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকতে হবে এবং এই দুজনকে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে বলে বিসিসিআই-এর একাংশের দাবি করেছে। তবে অন্যরা চাইছেন তারা ভারত 'এ' দলের হয়ে খেলুক। সেই সুযোগও কিন্তু রয়েছে। ভারতের পরবর্তী একদিনের সিরিজ রয়েছে আগামী অক্টোবর মাসের ১৯-২৫ তারিখ পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচগুলি খেলবে টিম ইন্ডিয়া।

এদিকে এই সিরিজের আগে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া 'এ' দল ভারত সফর করবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারত ‘এ’দলের হয়ে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিক বলে বিসিসিআই-এর একাংশের দাবি। ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর কানপুরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঠিক একইসময়ে, সিনিয়র দল আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টটি খেলতে নামবে।

এরপর ডিসেম্বরের ২৪ তারিখে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফির আগে দুজনেরই ৬টি একদিনের ম্যাচ খেলার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই খেলাগুলি হবে। তবে এই দুজনের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ক্রিকেট ফ্যানরা।

বিসিসিআই-এর অন্দরে তর্ক

বিশ্বকাপে খেলতে হলে দুজনকেই ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকতে হবে এবং এই দুজনকে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে বলে বিসিসিআই-এর একাংশের দাবি করে বসেছে। তবে অন্য কর্তারা চাইছেন, তারা ভারত 'এ' দলের হয়ে খেলুক। সেই সুযোগও কিন্তু রয়েছে। ভারতের পরবর্তী একদিনের সিরিজ রয়েছে আগামী অক্টোবর মাসের ১৯-২৫ তারিখ পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচগুলি খেলবে টিম ইন্ডিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে