Rohit Sharma: এবার বড় পর্দায় রোহিত শর্মা, প্রেক্ষাগৃহে ফ্যানদের ভালোবাসা আছড়ে পড়ল

Published : Aug 10, 2025, 05:11 PM IST
Shikhar Dhawan and Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma: ২২ গজে তাঁর ব্যাটিং দাপট দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার দেখলেন বড় পর্দায়। 

Rohit Sharma: বড় পর্দায় দেখা গেল টিম ইন্ডিয়ার একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ২২ গজে তাঁর ব্যাটিং দাপট দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার দেখবেন বড় পর্দায়।

স্পটলাইটে রোহিত

সিনেমা হলের পর্দায় রোহিতকে দেখার জন্য চরম উন্মাদনা দেখা গেল। রীতিমতো ফুল দিয়ে স্বাগত এবং তারপর চলল টাকা ওড়ানোর পালা। আর এই পুরো বিষয়টির পিছনে রয়েছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু এবং তারকা ক্রিকেটার রোহিত শর্মার ফ্যানরা।

উল্লেখ্য, ৯ অগাস্ট ছিল মহেশ বাবুর ৫০তম জন্মদিন। সেই উদযাপনকে কেন্দ্র করেই দক্ষিণী এই অভিনেতার সঙ্গে রোহিত শর্মাকেও সম্মান জানানো হয়। সেই উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। আর সেখানেী এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখানো হয়। এই দুজনের ক্যারিয়ারের নানা ঘটনাকে সামনে এনে তৈরি করা হয় সেই ভিডিও।

এদিন দেখানো হয়, ভারতের হয়ে রোহিত শর্মার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঐতিহাসিক মুহূর্তকে। আর সেই মুহূর্তে দর্শকরাও যেন কার্যত, আনন্দে আত্মহারা। অপরদিকে, অভিনয়ের স্বীকৃতি হিসেবে মহেশ বাবুর পুরস্কার জয়কে তুলে ধরা হয়। এই দুই তারকাকে ঘিরে যেন রীতিমতো আনন্দে ভাসলেন তাদের ফ্যানরা। নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ দিক। 

প্রেক্ষাগৃহে রোহিত এবং মহেশ বাবুর ক্লিপিং আসতেই জোরে জোরে চিৎকার করতে থাকেন ভক্তরা

এমনকি, তারা টাকাও ওড়াতেও শুরু করেন। সিনেমা হলের ভিতর যেন পুরো উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ে। এদিকে আসন্ন অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে একদিনের সিরিজ। এবার সেই সিরিজে রোহিতকে ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে। 

তবে এবার সিনেমা হলের পর্দায় রোহিতকে দেখার জন্য চরম উন্মাদনা লক্ষ্য করা গেল। রীতিমতো ফুল দিয়ে স্বাগত এবং তারপর চলল টাকা ওড়ানোর পালা চলল। আর এই পুরো বিষয়টির পিছনে ছিলেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু এবং তারকা ক্রিকেটার রোহিত শর্মার ফ্যানরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম