বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসাধারণ ইনিংস, শাকিবের প্রশংসায় কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শাকিব আল-হাসান। এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। সেই কারণেই শাকিবের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে কেকেআর ম্যানেজমেন্টের।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল দলের হয়ে খেলছেন শাকিব আল-হাসান। সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে তিনি অসাধারণ ইনিংস খেলেন। এই ইনিংসের প্রশংসা করল কলকাতা নাইট রাইডার্স। সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'ফাটাফাটি শাকিবদা'। এবারের আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলবেন শাকিব। তিনি অতীতেও আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলেছেন। এবারের আইপিএল-এর নিলামে দেড় কোটি টাকা দিয়ে শাকিবকে দলে নিয়েছে কেকেআর। নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পরে তাঁকে দলে নেয় কেকেআর। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব সীমিত ওভারের ফর্ম্যাটে বেশ সফল। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁর উপর ভরসা করছে কেকেআর ম্যানেজমেন্ট। শাকিবের পাশাপাশি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিলামে বাংলাদেশের এই ২ তারকাকে দলে নিয়েছে কেকেআর। গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি আইপিএল-এ খেলার সুযোগ পেলেন।

 

Latest Videos

 

সিলেটের বিরুদ্ধে এই ম্যাচে ৩২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাকিব। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। তাঁর এই ইনিংস দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। এই বাঁ হাতি ব্যাটার ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৯৪ রান করে বরিশাল। মাগুরার ছেলে শাকিব সবচেয়ে নির্দয় ছিলেন শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরার প্রতি। বরিশালের ইনিংসের ১৭-তম ওভারে পেরেরার ৪ বলে ১৮ রান নেন শাকিব। 

বরিশাল অবশ্য এই ম্যাচে জয় পায়নি। শাকিবের অসাধারণ ইনিংসের পরেও হারতে হল বরিশালকে। সিলেটের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। তিনি ৩৪ বলে ৫৫ রান করে দলকে জেতান। হৃদয়ের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। হৃদয়ের এই অসাধারণ ইনিংসের সুবাদে ১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সিলেট। ৪ ওভার বোলিং করেও উইকেট পাননি শাকিব। তিনি ৪ ওভার বল করে ৩১ রান দেন। এই ম্যাচেই ওয়াইড না দেওয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান শাকিব। তিনি আম্পায়ারের দিকে তেড়ে যান। তাঁকে শান্ত করেন বিপক্ষের উইকেটকিপার ও জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম।

আরও পড়ুন-

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক যুগের যাত্রা সম্পূর্ণ, আবেগপ্রবণ রোহিত শর্মা

মাথার উপর দিয়ে বিরাটের অবিশ্বাস্য শটে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছিলেন, জানালেন হ্যারিস রউফ

জীবনে বড় বদল এনে দিয়েছেন গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরা, জানালেন হার্দিক পান্ডিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি