
London Weather Forecast: লন্ডনের (London) আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে রবিবার ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির জন্য ফের খেলায় বিঘ্ন ঘটতে চলেছে। এদিন স্থানীয় সময় অনুযায়ী দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এদিন লন্ডনের তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের শুরুতে আকাশ মেঘলা থাকতে পারে। ফলে ভারতের পেসারদের সুবিধা হতে পারে। শনিবার এই ম্যাচের তৃতীয় দিনের খেলার শেষপর্বে জাক ক্রলির (Zak Crawley) উইকেট নিয়ে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চতুর্থ দিন প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। এই ম্যাচ জিততে ভারতীয় দলের দরকার ৯ উইকেট। ইংল্যান্ডের দরকার ৩২৪ রান। ফলে ভারতের জয়ের আশাই বেশি।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। ওভাল টেস্টে জিততে পারলে সিরিজে সমতা ফেরাতে পারবেন শুবমান গিলরা (Shubman Gill)। এই ম্যাচের প্রথম ইনিংসে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), আকাশ দীপরা (Akash Deep) ভালো বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) শতরান, আকাশ দীপ, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) অর্ধশতরান ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। রবিবার ফের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে একদিন বাকি থাকতেই এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারে ভারতীয় দল।
লন্ডনে মেঘলা আবহাওয়া থাকলে ভারতের পেসারদের সুবিধা হতে পারে। দিনের শুরুতেই উইকেট পেলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের উপর চাপ বাড়াতে পারবেন ভারতের বোলাররা। সেই লক্ষ্যেই রবিবার মাঠে নামবেন কৃষ্ণ, আকাশ দীপরা। ইংল্যান্ডের ব্যাটারদের কাজ অত্যন্ত কঠিন। ভারতীয় দলের এই টেস্ট ম্যাচ জয়ের আশা যথেষ্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।