বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন মমতার, 'রাত ১২টা পর্যন্ত খেলেছে,' ব্যঙ্গ বিজেপি-র

Published : Nov 03, 2025, 02:41 AM IST
2025 ICC Women's Cricket World Cup Champion India

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: রবিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। মহিলা ক্রিকেটারদের এই সাফল্যে রাজনৈতিক মহল থেকেও নানা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

DID YOU KNOW ?
ক্রিকেট নিয়ে রাজনীতি
ভারতের মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ জেতার পর থেকেই অনেকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করছেন।

2025 ICC Women's Cricket World Cup Final: কিছুদিন আগেই দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় বলেছিলেন, মেয়েদের রাতে বেরনো উচিত নয়। রবিবার ভারতের মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিনন্দন জানানোয় তাঁর পুরনো কথা উল্লেখ করে ব্যঙ্গ করল রাজ্য বিজেপি (BJP West Bengal)। মমতার অভিনন্দনবার্তার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, 'তারা রাত ১২টা পর্যন্ত খেলেছে! কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিল, রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে!' সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাতে মেয়েদের বাইরে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করে ব্যঙ্গ করছেন। মহিলা ক্রিকেটারদের সাফল্য রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

দুর্গাপুরের ঘটনায় ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে জানি না। পুলিশ খতিয়ে দেখছে। বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে? বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে যেন তারা না বেরোয়। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।'

ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে 'এক্স' হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে জয় পাওয়ায় সারা দেশ আমাদের উইমেন ইন ব্লু-র জন্য অবিশ্বাস্য গর্বিত। তাঁরা সারা টুর্নামেন্টে যে লড়াই ও কর্তৃত্বের পরিচয় দিয়েছেন তা ছোট মেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা নিজেদের বিশ্বমানের দল হিসেবে প্রমাণ করে দিয়েছেন এবং আমাদের দুর্দান্ত মুহূর্ত দিয়েছেন। আপনারাই নায়ক। ভবিষ্যতে আপনাদের জন্য আরও বড় সাফল্য অপেক্ষা করে আছে। আমরা আপনাদের সঙ্গে আছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল।
রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম