Sachin Tendulkar: "ক্রিকেটের একটি নিয়ম বদলানো জরুরি" হটাৎ কেন এমন বললেন মাস্টার ব্লাস্টার?

Published : Aug 26, 2025, 01:37 PM IST
Sachin Tendulkar (Photo/ANI)

সংক্ষিপ্ত

Sachin Tendulkar: রেডিটে (sachin tendulkar reddit) ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এই তারকা। 

Sachin Tendulkar: ২২ গজের লড়াই আদতেই রোমাঞ্চকর। তাছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিভিন্ন সময়ে, ক্রিকেটের নিয়মে বদল আনে। এবার ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' তথা কিংবদন্তি ব্যাটার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বদলের দাবি জানিয়েছেন (sachin tendulkar news)। 

রেডিটে (sachin tendulkar reddit) ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এই তারকা। ঠিক এমন সময়েই, সচিন ক্রিকেটের একটি নিয়ম বদলের দাবি জানান। একজন ফ্যান সচিনকে প্রশ্ন করেন, “আপনাকে যদি ক্রিকেটের কোনও নিয়ম পরিবর্তনের কথা বলা হয়, তাহলে আপনি কোন নিয়মটি পরিবর্তন করতে চাইবেন?" 

কী বলছেন সচিন? 

সেই প্রশ্নের উত্তরে সচিন বলেন, “আমি ডিসিশন রিভিউ সিস্টেম তথা DRS-এর নিয়মটা পরিবর্তন করতে চাই। কারণ, ক্রিকেটাররা ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না বলেই, ডিআরএস নেয় এবং তৃতীয় আম্পায়ারের কাছে সেই সিদ্ধান্তটা পৌঁছে যায়। আমি মনে করি, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর রাস্তাটা একেবারেই বন্ধ হওয়া উচিত। একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে। ঠিক তেমনই আম্পায়ারদেরও খারাপ সময় আসে। প্রযুক্তিগত সমস্যা থাকলে সেই ভুল বারবার হতে থাকবে।"

প্রসঙ্গত, আজ থেকে ঠিক ১৩ বছর আগে, ২০০৯ সালে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রবর্তন করে আইসিসি। ডিআরএস প্রবর্তনের পর, "আম্পায়ারস কল" শব্দটি দ্রুত ক্রিকেটের একটি পরিচিত অংশ হয়ে ওঠে।

ডিআরএসে বলের সম্ভাব্য গতিপথ দেখা যায়

যেমন এলবিডব্লিউ-এর সিদ্ধান্তের সময়, কল যাই হোক না কেন, ডিআরএসে বলের সম্ভাব্য গতিপথ দেখা যায়। যদি বল ১-৫০%-এর মধ্যে স্টাম্পে আঘাত করে থাকে বেইল বাদে এবং অর্ধেক বল আউট হয়, তাহলে ফিল্ড আম্পায়ারের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়।

কিন্তু এবার সেই ডিআরএস নিয়মের বদল ঘটানোর দাবি তুলেছেন সচিন। তিনি জানিয়েছেন, ডিসিশন রিভিউ সিস্টেমের পরিবর্তন করতে চান। কারণ, ক্রিকেটাররা ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে ডিআরএস নেয়। তবে সচিন মনে করেন, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর বিষয়টি বন্ধ হওয়া উচিত। একজন ক্রিকেটারের মতো একজন খারাপ আম্পায়ারদেরও খারাপ সময় আসতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত