'মানকাডিং' নিয়ে অনেক আলোচনা হয়েছে ক্রিকেট দুনিয়ায়। এভাবে আউটের পদ্ধতি প্রয়োগ করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তবে এবার আর সমালোচনা করা যাবে না।
ক্রিকেটের সব পর্যায়েই এবার থেকে স্বাভাবিক আউট হিসেবে গণ্য হবে 'মানকাডিং'। ফলে বোলার বোলিং করার আগেই যদি নন-স্ট্রাইকার প্রান্ত ছেড়ে বেরিয়ে যান, তাহলে বোলার তাঁকে রান আউট করে দিতেই পারেন। এই নিয়ম অবশ্য নতুন নয়। কিন্তু ক্রিকেটের এত বছরে খুব কম সময়ই বোলাররা এই নিয়ম প্রয়োগ করেছেন। রীতি হয়ে গিয়েছিল বোলাররা ব্যাটারদের সতর্ক করে ছেড়ে দেবেন। ১৯৮৭ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এভাবে রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাননি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ। এর জন্য তাঁর প্রশংসা করা হয়। আবার আইপিএল-এ 'মানকাডিং' করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রবিচন্দ্রন অশ্বিনকে। তবে এবার থেকে 'মানকাডিং' নিয়ে আর বিতর্ক থাকছে না। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি এই নিয়ম সব স্তরেই স্বাভাবিকভাবে প্রয়োগ করতে চাইছে। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য় শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কুমার সাঙ্গাকারা বলেছেন, 'এই ধরনের আউটের ক্ষেত্রে বোলারকে খলনায়ক বলা যাবে না। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার যদি বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়, তাহলে তো রান চুরি করছে। আইনের ৩৮.৩ ধারা সম্পর্কে আরও স্বচ্ছ্বতা আনাই আমাদের লক্ষ্য। এই ধরনের আউট নিয়ে যে সমস্ত বিতর্ক ও সংশয় আছে, সেগুলি দূর করতে চাই আমরা। নন-স্ট্রাইকারকে নিয়ম মানতে হবে। বোলারের হাত থেকে বল না বেরনো পর্যন্ত নন-স্ট্রাইকারকে ক্রিজের মধ্যেই থাকতে হবে।'
এমসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘দুবাইয়ে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকে নন-স্ট্রাইকারদের রান আউট করা নিয়ে বোলারদের দোষারোপ করার বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্যরা একমত হয়েছেন, এক্ষেত্রে ব্যাটাররাই নিয়ম লঙ্ঘন করছে। ব্যাটাররা চুরি করে রান নিচ্ছে। সেই কারণে নিয়ম সবক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। নন-স্ট্রাইকার যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তাহলে তাঁকে সতর্ক করে দেওয়ার কোনও সংস্থান নেই। বোলার যদি মনে করে তাহলে সে নন-স্ট্রাইকারকে সতর্ক করে ছেড়ে দিতেই পারে। এটা ব্যক্তিগত বিষয়।’
গত মাসে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে নন-স্ট্রাইকার টম রজার্সকে রান আউট করার চেষ্টা করেন অ্যাডাম জাম্পা। এরপর নতুন করে 'মানকাডিং' নিয়ে আলোচনা শুরু হয়। এবার এ ব্যাপারেই ব্যাখ্যা দিল এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। ফলে আর বিতর্ক থাকছে না।
আরও পড়ুন-
স্কুলপড়ুয়ার মতো রান আউট! নাসির হুসেনের কটাক্ষের জবাব হরমনপ্রীত কউরের
রাহুলের সমালোচকরা আন্তর্জাতিক ক্রিকেটের কিছুই জানেন না, দাবি গম্ভীরের
Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের