স্কুলপড়ুয়ার মতো রান আউট! নাসির হুসেনের কটাক্ষের জবাব হরমনপ্রীত কউরের

মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে বিদায় নিয়েছে ভারতীয় দল। এরপরেই শুরু হয়েছে ভারতের হার নিয়ে কাটাছেঁড়া। নানা মন্তব্য শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হারের কারণ হিসেবে অনেকেই অধিনায়ক হরমনপ্রীত কউরের রান আউটকেই চিহ্নিত করছেন। হরমনপ্রীত নিজেও বলছেন, তিনি শেষপর্যন্ত ক্রিজে থাকলে হয়তো ভারতীয় দলকে এভাবে হারতে হত না। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অধিনায়কের রান আউট নিয়ে আফশোস করছেন। কিন্তু কেউই তাঁকে দোষারোপ করছেন না। অথচ ইংল্যান্ডের পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন এই রান আউটের জন্য হরমনপ্রীতকে কটাক্ষ করেছেন। হুসেনের দাবি, স্কুলপড়ুয়ার মতো ভুল করেছেন ভারতের অধিনায়ক। ম্যাচের পর এ নিয়ে প্রশ্ন করা হলে হরমনপ্রীত বলেন, 'উনি এ কথা বলেছেন? ম্যাচের পরে? ঠিক আছে। আমি এটা জানতাম না। উনি এভাবে ভাবছেন। কখনও কখনও এরকম হতেই পারে। আমি ক্রিকেট ম্যাচে অনেকবার দেখেছি ব্যাটাররা এভাবেই সিঙ্গলস নিচ্ছেন। এভাবে রান নিতে গিয়ে অনেক সময় ব্যাট মাটিতে আটকে যায়। ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। ফাইনালে যেতে হলে আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের ফিল্ডিং অবশ্যই ভালো হয়নি। আমরা ভালো বোলিংও করতে পারিনি। আমরা ভালোভাবে ব্যাটিংও করতে পারিনি। আমাদের তিন বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই আমরা ফাইনালে পৌঁছতে পারব।'

হরমনপ্রীত নিজের রান আউট হওয়া প্রসঙ্গে আরও বলেছেন, 'আমি দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছি। তবে আমার মনে হয়, স্কুলের মেয়ের মতো ভুল করিনি। আমরা যথেষ্ট পরিণত। আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। নাসির হুসেন যেভাবে বিষয়টিকে দেখছেন সেভাবেই মন্তব্য করেছেন। তবে আমি এভাবে ভাবছি না।'

Latest Videos

বৃহস্পতিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেটে ১৬৭ রান করেই থেমে যায় ভারতীয় দল। হরমনপ্রীত যখন রান আউট হয়ে যান, তখন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল ৩৩ বলে ৪১ রান। ছুটে রান নিতে গিয়ে ক্রিজের ঠিক বাইরে মাটিতে আটকে যায় হরমনপ্রীতের ব্যাট। ভারতের অধিনায়ক ৩৪ বলে ৫২ রান করেন। এভাবে আউট হয়ে যাওয়ায় নিজেকে ক্ষমা করতে পারছেন না হরমনপ্রীত। মাঠ ছাড়ার সময় তিনি স্পষ্টতই নিজের উপর ক্ষুব্ধ ছিলেন। মাঠের বাইরেও তাঁকে একই মেজাজে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডের পুরুষ দলের প্রাক্তন অধিনায়কের কটাক্ষ মেনে নিতে পারছেন না হরমনপ্রীত

আরও পড়ুন-

রাহুলের সমালোচকরা আন্তর্জাতিক ক্রিকেটের কিছুই জানেন না, দাবি গম্ভীরের

অস্ট্রেলিয়ার কাছে হার, মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News