সংক্ষিপ্ত
বেশ কিছুদিন ধরেই অফফর্ম চলছে ভারতীয় দলের তারকা ব্যাটার কে এল রাহুলের। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছে টিম ম্য়ানমেজমেন্ট। প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য রাহুলকে নিয়ে দ্বিধাবিভক্ত।
ভারতীয় দলের প্রাক্তন তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদ একাধিকবার চূড়ান্ত খারাপ ফর্মে থাকা কে এল রাহুলের তীব্র সমালোচনা করেছেন। তিনি রাহুলকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে রাহুলের পাশে দাঁড়ালেন ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর। তাঁর দাবি, যাঁরা রাহুলের সমালোচনা করছেন তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপারে কিছুই জানেন না। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, 'যাঁরা কে এল রাহুলের ব্যাপারে আলোচনা করছেন তাঁরা জানেন না আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন। আমি বিশ্বাস করি, যখন কোনও ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তখনই তাঁর বেশি সমর্থন দরকার। তিনি যখন ভালো ফর্মে থাকেন তখনকার চেয়ে অফফর্মে থাকার সময় বেশি সাহায্য দরকার। এমন একজন ক্রিকেটারেরও নাম কেউ বলতে পারবেন না যিনি শুরু থেকে শেষপর্যন্ত একইভাবে রান করে গিয়েছেন। সবারই খারাপ সময় আসে। এই কারণে প্রতিভাবান ক্রিকেটারদের পাশে দাঁড়ানো জরুরি।'
গম্ভীর আরও বলেছেন, 'রোহিত শর্মা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে, তখন ওকেও সমস্যায় পড়তে হয়েছিল। ও রান করতে পারছিল না। এখন ওর পারফরম্যান্স দেখুন। ওর মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। ভারতীয় দল যখন একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে, তখন রাহুলের ফর্ম নিয়ে আলোচনা করা উচিত নয়।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন রাহুল। তবে নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে বড় রান করতে ব্যর্থ হওয়ার পর সিরিজের শেষ দুই টেস্ট ম্যাচে ভারতের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল এই ব্যাটারকে। যদিও রাহুলের পাশে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক রোহিত ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ২০ রান করেন রাহুল। এরপর দিল্লি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৭ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেন এই ওপেনার। দুরন্ত ফর্মে থাকা তরুণ ব্যাটার শুবমান গিল এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি। তিনি মাঠের বাইরে বসে আছেন আর অফফর্মে থাকা রাহুল খেলে চলেছেন, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। রাহুলকে ক্রমাগত খেলার সুযোগ দিয়ে যাওয়ায় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন প্রসাদ। অপর এক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য রাহুলের পাশেই দাঁড়িয়েছেন।
আরও পড়ুন-
ভারতের অধিনায়কের মোটা হওয়া লজ্জাজনক, রোহিত শর্মাকে তোপ কপিল দেবের
Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত
অস্ট্রেলিয়ার কাছে হার, মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত