T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বিরাট আপডেট, ভারত-পাক ম্যাচ কবে?

Published : Oct 23, 2025, 01:43 PM IST
T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বিরাট আপডেট, ভারত-পাক ম্যাচ কবে?

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: সূত্রের খবর, ক্রীড়াসূচির প্রাথমিক খসড়া তৈরি রাখা হচ্ছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিঃসন্দেহে নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। 

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের যুদ্ধ এবার ভারতের মাটিতে। আগামী ২০২৬ সালে, ভারতের বুকে বসতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর (t20 world cup 2026 schedule)। আর সেই মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে কবে? ভারত-পাকিস্তান কবে মুখোমুখি (t20 world cup 2026 teams)?

সামনে আসবে বিশ্বকাপের সূচি

সূত্রের খবর, ক্রীড়াসূচির প্রাথমিক খসড়া তৈরি রাখা হচ্ছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিঃসন্দেহে নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। এমনিতেই এশিয়া কাপের গ্রুপ পর্যায়, নক-আউট এবং ফাইনালে, পাকিস্তানকে হারিয়ে ভারত জয় পেয়েছে। কিন্তু পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করেননি সূর্যকুমার যাদবরা। শুধু তাই নয়, ফাইনাল জয়ের পর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাক ক্রিকেট বোর্ডের কর্তা মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেয়নি টিম ইন্ডিয়া।  

 

 

তাই স্বাভাবিকভাবেই, আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ নিরপেক্ষ জায়গাতেই আয়োজিত হবে। কলম্বোয় এই মেগা ম্যাচের আয়োজন করা হবে। সেইসঙ্গে, পাকিস্তান সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে।

প্রত্যেক গ্রুপে থাকবে পাঁচটি করে দল

মোট ২০টি দল অংশ নেবে। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দলকে রাখা হবে। এরপর হবে সুপার এইটের ম্যাচ। সেখানে থাকবে দুটি গ্রুপ। প্রত্যেক গ্রুপে চারটি করে দল থাকবে। তারপর হবে সেমিফাইনাল এবং ফাইনাল। 

প্রসঙ্গত, নভেম্বর মাসে আইসিসি-র একটি বৈঠক রয়েছে। তারপরেই সূচি সামনে আসতে পারে এবং গ্রুপ বিন্যাসও করে দেওয়া হবে। তবে ভারত এবং পাকিস্তান সম্ভবত একই গ্রুপে থাকতে চলেছে। জানা যাচ্ছে, প্রতিযোগিতা শুরু হতে পারে আগামী ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে এবং ১৫ ফেব্রুয়ারি হতে পারে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। অন্যদিকে, এই মেগা টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আগামী ৭ মার্চ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম