MI vs GG WPL 2026: বড় জয় মুম্বইয়ের। এটা নিয়ে চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2026) তাদের দ্বিতীয় জয়। গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। নভি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মঙ্গলবার, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই (mi vs gg wpl 2026)।
প্রথমে ব্যাট করে গুজরাত নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। ওপেনার বেথ মুনি করেন ৩৩ রান, সোফি ডিভাইনের সংগ্রহে ৮ রান, কণিকা আহুজার ঝুলিতে ৩৫ রান এবং অধিনায়ক অ্যাশলে গার্ডনার ২০ রান যোগ করেন স্কোরবোর্ডে।
পরেদিকে নেমে, জর্জিয়া ওয়ারহাম বেশ ভালো খেলেন। ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি। এছাড়া আয়ুষি সোনি ১১ রান এবং ভারতী ফুলমালী ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নেন শাবনিম ইসমাইল, হেইলি ম্যাথিউজ, নিকোলা ক্যারে, অ্যামেলিয়া কের।
জবাবে ব্যাট করতে নেমেই, শুরু মুম্বই ঝড়। প্রাথমিকভাবে দলের ওপেনার গুণালন কমলিনী ১৩ রানে এবং হেইলি ম্যাথিউজ ২২ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও, হাল ধরেন আমনজোত কৌর। তবে তিনি একা নন। অধিনায়ক হরমনপ্রীত কৌরও জ্বলে ওঠেন এদিন এবং উপহার দেন ৪৩ বলে ৭১ রানের রাজকীয় ইনিংস। তিনি শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আর এই ইনিংসের সুবাদেই তিনি ডব্লিউপিএল-এর উতিহাসে নিজের ১০০০ রানের মাইলস্টোনটি ছুঁয়ে ফেললেন।
সেইসঙ্গে, নিকোলা ক্যারেও যোগ্য সঙ্গত দেন। তিনি ৩৮ রানে অপরাজিত ছিলেন। ১৯.২ ওভারেই, ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে নেয় মুম্বই। গুজরাতের হয়ে ১টি করে উইকেট পান রেণুকা সিং ঠাকুর, কাশভী গৌতম এবং সোফি ডিভাইন।
মুম্বই ইন্ডিয়ান্স জয়ী ৭ উইকেটে। ম্যাচের সেরা হরমনপ্রীত কৌর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।