Mohammed Shami: 'কেউ চেনে না বলে সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখছে,' সানিয়া মির্জার সঙ্গে বিয়ের গুজব নিয়ে সরব মহম্মদ শামি

Published : Jul 21, 2024, 02:53 PM ISTUpdated : Jul 21, 2024, 03:14 PM IST
Mohammed Shami, Sania Mirza

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি চোটের জন্য বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে। তবে তাঁকে নিয়ে আলোচনা থেমে নেই। সোশ্যাাল মিডিয়ায় শামি ও সানিয়া মির্জার সম্পর্ক নিয়ে চর্চা চলছে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির বিয়ে হতে চলেছে। এবার এ বিষয়ে মুখ খুললেন শামি। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা পেসার বলেছেন, ‘আজব ব্যাপার দেখতে পাচ্ছি। কী সব বলা হচ্ছে। জোর করে এসব করা হচ্ছে। আমি আর কী করব? ফোন খুললেই নিজের ছবি দেখতে পাচ্ছি। আমি একটাই কথা বলতে চাই, কাউকে এভাবে জোর করে টেনে কিছু বলা উচিত নয়। আমি জানি, মজা করার জন্য আপনরাা মিম বানান। কিন্তু কারও জীবনের উপর প্রভাব পড়ে, এমন কিছু করা উচিত নয়। এই কারণে ভেবে-চিন্তে মিম বানানো উচিত। আপনার সোশ্যাল মিডিয়া পেজ ভেরিফায়েড নয়, আপনার ঠিকানা নেই, আপনাকে কেউ চেনে না বলে যা খুশি লিখছেন। কিন্তু এরকম করা উচিত নয়।’

শামি-সানিয়ার সম্পর্ক নিয়ে গুজব

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। শামিও গত কয়েক বছর ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে থাকেন না। তাঁদের ঝামেলা আদালতে গড়িয়েছে। এই পরিস্থিতিতে সানিয়ার সঙ্গে শামির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে। এতদিন এ বিষয়ে মুখে খোলেননি শামি। তবে এবার তিনি সরব হলেন। সোশ্যাল মিডিয়ায় যারা গুজব রটাচ্ছে তাদের উদ্দেশ্যে বাউন্সার দিলেন শামি

কবে জাতীয় দলে ফিরবেন শামি?

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে শামি। এখনও চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারেননি এই পেসার। তবে তিনি জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তরুণ পেসারদের সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শামি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন শাহরুখ, ভাইরাল হল ভিডিও

Sania Mirza: শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে? মুখ খুললেন সানিয়া মির্জার বাবা

Mohammed Shami: অস্ত্রোপচারের পর ফিট হয়ে উঠতে কতদিন লাগবে মহম্মদ শামির?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে