Published : Aug 09, 2025, 05:06 PM ISTUpdated : Aug 09, 2025, 05:10 PM IST
Mohammed Siraj-Mahira Sharma: ইংল্যান্ড সফরের (India tour of England, 2025) পর থেকে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম মহম্মদ সিরাজ। এই পেসারকে নিয়ে মাঠের বাইরেও আলোচনা চলছে। তাঁর সঙ্গে এক জনপ্রিয় অভিনেত্রীর নাম জড়িয়েছে।
অভিনেত্রী মাহিরা শর্মা কি ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?
মাহিরা শর্মা-মহম্মদ সিরাজের ডেটিং?
ইনস্টাগ্রামে অভিনেত্রী মাহিরা শর্মার এক পোস্টে ক্রিকেটার মহম্মদ সিরাজের লাইক ঘিরে জল্পনা শুরু। তারপর ইনস্টাগ্রামে এই দুই তারকা একে অপরকে ফলো করা শুরু করার পর জল্পনা বাড়ে। মাহিরা ও সিরাজ একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শুরু হয়। এবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন মাহিরা। সিরাজও এর আগে এই সম্পর্কের গুজবের কথা অস্বীকার করেছেন।
DID YOU KNOW ?
মহম্মদ সিরাজের অসাধারণ বোলিং
এবারের ইংল্যান্ড সফরে অসামান্য বোলিং করেছেন মহম্মদ সিরাজ। তিনি ভারতীয় দলকে সিরিজ জিততে সাহায্য করেছেন।
26
ইনস্টাগ্রাম থেকে জল্পনা শুরু, সেখানেই গুঞ্জন থামানোর জন্য বার্তা দিলেন মাহিরা
সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার মাহিরার
মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মাহিরা শর্মা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'গুজব রটানো বন্ধ করুন। আমি কারও সঙ্গে ডেটিং করছি না।' মাহিরার এই পোস্টের পরেও অবশ্য সিরাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন থামছে না। এই অভিনেত্রী কেন হঠাৎ এ বিষয়ে মুখ খুললেন, তা নিয়ে আলোচনা চলছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ। তিনি এই সিরিজে মোট ২৩ উইকেট নিয়েছেন।
36
কাছাকাছি সময়েই তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন সিরাজ ও মাহিরা
প্রেমের কথা অস্বীকার সিরাজ-মাহিরার
মাহিরা শর্মা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সম্পর্কের কথা অস্বীকার করার ঠিক আগেই এ বিষয়ে মুখ খোলেন মহম্মদ সিরাজ। তিনিও ইনস্টাগ্রামকেই বেছে নেন। এই ক্রিকেটার পোস্ট করেন, ‘পাপারাজ্জিদের কাছে আমার অনুরোধ, আমাকে ঘিরে প্রশ্ন করা বন্ধ করুন। এটা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন। আমার আশা, এসব থেমে যাবে।’ সিরাজের এই পোস্টের কিছুক্ষণ পরেই মাহিরার ইনস্টাগ্রাম স্টোরি দেখা যায়।
মাহিরা শর্মার মা-ও মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন
মেয়ের সম্পর্ক অস্বীকার মাহিরার মায়ের
মাহিরা শর্মার মা-ও মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘লোকজন যা খুশি বলতে পারে। আমার মেয়ে এখন সেলিব্রিটি। ওর সঙ্গে অনেকের নামই জড়াতে পারে। সেসব কথা কি বিশ্বাস করতে হবে?’ মাহিরার মায়ের কথায় স্পষ্ট, তাঁর মেয়ের সঙ্গে সিরাজের সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্ত।
56
এক সাক্ষাৎকারেও মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মাহিরা শর্মা
সিরাজের সঙ্গে সম্পর্ক শুধুই গুজব, দাবি মাহিরার
এক সাক্ষাৎকারেও মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে মাহিরা শর্মাকে প্রশ্ন করা হয়েছিল। এই অভিনেত্রী জবাব দেন, ‘কারও সঙ্গেই আমি ডেটিং করছি না। মানুষ ভালো-মন্দ যা-ই বলুন না কেন, আমি কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাই না। অনুরাগীরা কারও না কারও সঙ্গে আপনার নাম জুড়ে দিতে পারে। আমরা সেসব থামাতে পারি না। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের সঙ্গেও আমার নাম জড়ানো হয়েছে। আমি এসব নিয়ে ভাবি না।’
66
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা, তিনি বিগ বসেও যোগ দিয়েছেন
জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা
গত কয়েক বছরে ছোটপর্দায় অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন মাহিরা শর্মা। তিনি 'নাগিন,' 'বেপনাহ পেয়ার,' 'কুণ্ডলি ভাগ্য'-তে অভিনয় করেছেন। ‘বিগ বস ১৩’ ফাইনালেও পৌঁছে যান মাহিরা। তিনি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। সিরাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে মাহিরার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।