গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, লন্ডনের রাস্তায় এ কী চেহারায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি!

Published : Aug 08, 2025, 08:26 PM ISTUpdated : Aug 08, 2025, 08:55 PM IST

Virat Kohli: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও ভারতীয় দলের (Indian Cricket Team) কিংবদন্তি বিরাট কোহলি।

PREV
16
তিনি বৃদ্ধ হলেন! মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলির এই ছবি ভাইরাল

বিরাট কোহলির সাদা দাড়ি-গোঁফ!

গত কয়েক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বিরাট কোহলি। তিনি এখন লন্ডনে আছেন। সেখানে রাস্তায় তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিতে বিরাটের গালভর্তি সাদা দাড়ি-গোঁফ দেখা যাচ্ছে। কয়েক বছর আগে মহেন্দ্র সিং ধোনির একই ধরনের ছবি দেখা গিয়েছিল। ধোনি পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিরাটও অদূর ভবিষ্যতে অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে।

DID YOU KNOW ?
বিরাট কোহলির প্রত্যাবর্তন
কয়েক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তনের লক্ষ্যে বিরাট কোহলি।
26
গালভর্তি সাদা দাড়-গোঁফেও বিরাট কোহলিকে বরাবরের মতোই আকর্ষণীয় লাগছে

সাদা গোঁফ-দাড়িতেও আকর্ষণীয় বিরাট

লন্ডনের রাস্তায় বিরাট কোহলিকে দেখতে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলেন এক ব্যবসায়ী। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন। এই ছবি দেখে বিরাটের অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাদা গোঁফ-দাড়িতে বোঝা যাচ্ছে, বিরাটের বয়স বাড়ছে। তবে এই ক্রিকেটার এখনও যে কোনও তরুণের মতোই ফিট। তাঁর চেহারা বরাবরের মতোই ছিপছিপে। ফলে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন।

৩৬
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির বয়স ৩৬
কয়েক মাস পরেই ৩৭ বছর পূর্ণ করতে চলেছেন বিরাট কোহলি। তার আগেই এই ক্রিকেটারের গোঁফ-দাড়ি পেকে গিয়েছে।
36
সত্যিই কি সাদা গোঁফ-দাড়ি আড়াল করতে নিয়মিত কলপ করছেন বিরাট কোহলি?

কলপ করছেন বিরাট কোহলি?

কিছুদিন আগে এক অনুষ্ঠানে বিরাট কোহলি মজার ছলে বলেন, 'চারদিন অন্তর দাড়িতে কলপ করতে হচ্ছে।' সবাই ভেবেছিলেন, নেহাতই মজা করছেন এই তারকা। কিন্তু লন্ডনে তাঁর ছবি দেখে বোঝা যাচ্ছে, রসিকতা করেননি বিরাট। সত্যিই তাঁর গোঁফ-দাড়িতে পাক ধরেছে। চুলেও হয়তো পাক ধরে থাকতে পারে। বিরাটের এই ছবি দেখে তাঁর অনুরাগীরা কিছুটা দুঃখ পাচ্ছেন।

46
অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু বিরাট কোহলির

প্রত্যাবর্তনের লক্ষ্যে বিরাট

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সফরে তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ওডিআই ম্যাচগুলিতে খেলতে পারেন বিরাট কোহলি। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা ব্যাটার। তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

56
বিরাট কোহলির প্রস্তুতিতে সাহায্য করছেন আইপিএল-এ গুজরাট টাইটানসের সহকারী কোচ

বিরাট কোহলির পাশে নায়িম আমিন

লন্ডনে ইন্ডোরে নেট প্র্যাকটিস করছেন বিরাট কোহলি। এক্ষেত্রে তাঁকে সাহায্য করছেন আইপিএল-এ গুজরাট টাইটানসের সহকারী কোচ নায়িম আমিন। শুক্রবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুশীলনের ছবি শেয়ার করেছেন বিরাট। তিনি বিপক্ষ দলের কোচকে ধন্যবাদ জানিয়েছেন। বিরাটকে অনুশীলনে সাহায্য করতে পেরে খুশি নায়িম। তবে তিনি কতদিন বিরাটকে প্রস্তুতিতে সাহায্য করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

66
আইপিএল ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বিরাট কোহলি

মাঠে ফেরার অপেক্ষায় বিরাট

আইপিএল ফাইনালে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন বিরাট কোহলি। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ায় বিরাটের প্রত্যাবর্তন বিলম্বিত হচ্ছে। অক্টোবেরর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য ফের তৈরি হয়ে যেতে চাইছেন বিরাট।

Read more Photos on
click me!

Recommended Stories