IND vs ENG Oval Test: নিঃসন্দেহে দুর্দান্ত ম্যাচ চলছে ওভালে। যেখানে ভারতের জয়ের জন্য দরকার মাত্র ৭টি উইকেট।
IND vs ENG Oval Test: ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট (ind vs eng oval test)। সেই ম্যাচের চতুর্থ দিনের খেলা চলছে (live score ind vs eng)।
শুরু মধ্যাহ্নভোজের বিরতি
দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। আপাতত তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান। উল্লেখ্য, টসে জিতে এই ম্যাচে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, বেজায় বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে যান মাত্র ২ রানে এবং কেএল রাহুল করেন মাত্র ১৪ রান। তারা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর, দলের হাল ধরেন সাই সুদর্শন।
তবে সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি থাকলেও মাত্র ২১ রান করে আউট হয়ে যান ভারত অধিনায়ক শুভমান গিল। তবে করুণ নায়ার বেশ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে ৫৭ রান। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা করেন ৯, পন্থের পরিবর্তে দলে আসা উইকেটকিপার-ব্যাটার ধ্রুভ জুরেলের ঝুলিতে ১৯ রান এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে ২৬ রান। আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ খালি হাতে ফিরে যান। ভারত অলআউট হয়ে যায় মাত্র ২২৪ রানে।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন। এছাড়াও ৩টি উইকেট পান জশ টাং এবং ১টি উইকেট ক্রিস ওকসের সংগ্রহে। জবাবে ব্যাট করতে নেমে, খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। মাত্র ২৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বাধিক ৬৪ রান করেন জ্যাক ক্রলে। অন্যদিকে, হ্যারি ব্রুকের সংগ্রহে ৫৩ রান, বেন ডাকেট করেন ৪৩ রান, জো রুটের ঝুলিতে ২৯ রান এবং অধিনায়ক অলি পোপ স্কোরবোর্ডে ২২ রান যোগ করেন।
![]()
তবে জেমিয়ে ওভারটন, জশ টাং এবং ক্রিস ওকস কার্যত, খালি হাতে ফিরে যান। এছাড়া গাস অ্যাটকিনসন করেন ১১ রান। নিঃসন্দেহে দাপট দেখান ভারতীয় বোলাররা। ৪টি করে উইকেট পান প্রসিধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ। এছাড়া ১টি উইকেট পান আকাশদীপ।
দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং ভারতের
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। কেএল রাহুল মাত্র ৭ রানে এবং সাই সুদর্শন ১১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও দুরন্ত লড়াই করেন ওপেনার যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। তাদের এই জুটি ভারতকে ফের একবার লড়াইতে ফিরিয়ে আনে। আকাশদীপ করেন ৬৬ রান। অধিনায়ক শুভমান এই ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারলেন না। ফিরে গেলেন মাত্র ১১ রানে। অপরদিকে, করুণ নায়ারের ঝুলিতে মাত্র ১৭ রান।
তবে রবীন্দ্র জাদেজার প্রশংসা করতেই হয়। তাঁর গুরুত্বপূর্ণ ৫৩ রান এবং সেইসঙ্গে ওয়াশিংটন সুন্দরেরও ৫৩ রান ভারতকে ভালো জায়গায় নিয়ে যায়। তাছাড়া ধ্রুভ জুরেলও ৩৪ রান স্কোরবোর্ডে যোগ করেন। শেষপর্যন্ত, ভারত দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান তোলে।

ইংল্যান্ডের হয়ে ৫টি উইকেট নেন জশ টাং, ৩টি উইকেট পেয়েছেন গাস অ্যাটকিনসন এবং ২টি উইকেট নিয়েছেন জেমিয়ে ওভারটন। জবাবে ব্যাট করতে নেমে আপাতত ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান। ওপেনার জ্যাক ক্রলে ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। অন্যদিকে, বেন ডাকেট করেছেন ৫৪ রান, অধিনায়ক অলি পোপের সংগ্রহে ২৭ রান। ক্রিজে জো রুট ২৩ রানে এবং হ্যারি ব্রুক ৩৮ রানে অপরাজিত আছেন।
আপাতত চলছে লাঞ্চ বিরতি। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২১০ রান। উল্টোদিকে টিম ইন্ডিয়াকে জিততে গেলে দ্রুত ৭ উইকেট তুলে নিতে হবে। এখনও একদিন বাকি আছে ম্যাচের। সবথেকে বড় বিষয়, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। অতএব, সিরিজ ড্র করতে গেলে, এই টেস্টে জয় চাই শুভমানদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


