Mohammed Siraj: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ অগাস্ট মাসের পারফরম্যান্সের নিরিখে আইসিসি-র পুরস্কার জিতেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। সিরিজ ড্রয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করার জন্য ভারতীয় দলের পেস বোলার মহম্মদ সিরাজকে আইসিসি বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে। তিনি গত অগাস্ট মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভাল টেস্টে মোট ৯টি উইকেট নিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দেন সিরাজ।
24
ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ
ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ফলাফল নিয়ে ড্র করে। এই ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ। আইসিসি-র অগাস্ট মাসের পারফরম্যান্সের নিরিখে, পুরস্কারের জন্য নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের সিলস সিরাজের মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সিরাজের সঙ্গে।
34
কী বলছেন সিরাজ?
কিন্তু তাদের সবাইকে পিছনে ফেলে সিরাজ এই পুরস্কার জেতেন। অন্যদিকে, আইসিসি পুরস্কার পেয়ে মহম্মদ সিরাজ যথেষ্ট আনন্দিত। তারপর ভারতের এই তারকা বলেন, ''আইসিসি-র অগাস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি যথেষ্ট গর্বিত। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ছিল। আর দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই গর্বিত। বিশেষ করে, শেষ টেস্টে আমার অবদান রাখতে পেরে আরও বেশি খুশি।''
সিরাজ আরও বলেন, ভারতীয় দলে সতীর্থদের ক্রমাগত উৎসাহ তাঁকে এই কৃতিত্ব অর্জন করতে সাহায্য করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পাঁচটি টেস্টেই মাঠে নামেন সিরাজ। মোট ২৩টি উইকেট নিয়ে সিরিজের অন্যতম সেরা উইকেট শিকারী ছিলেন এই তারকা। তিনি দুবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন। এবার পেলেন আইসিসি-র বিশেষ সম্মান।