ক্যাপ্টেনের যেদিন জন্মদিন, সেইদিনই ভারত বনাম পাকিস্তান মহারণ। সূর্যকুমার যাদব, যিনি স্কোয়াডে স্কাই নামে পরিচিত। তাঁর ৩৫তম জন্মদিন রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর। মাঠে নেমেই তাঁর আক্রমণাত্মক শট প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে দেয়। কার্যত, একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর, তিনি জন্মগ্রহণ করেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন তিনি। নির্ভীক এবং অভিনব ব্যাটিংয়ের সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য পেয়েছেন। তাঁকে বলা হয়, টি-২০ ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। আন্তর্জাতিক সাফল্য, আইপিএল এবং তাঁর অধিনায়কত্বের বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।
25
সূর্যকুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার
গত ২০২১ সালের ১৪ মার্চ, ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। স্কুপ, রিভার্স প্যাডেল, র্যাম্প শটে দর্শকদের তিনি মাতিয়ে রাখেন। গত ২০২৩ সালে, রোহিত শর্মার অবসরের পর, ভারতের টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, টানা ৯ মাস আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সূর্য।
35
সূর্যকুমারের ট্রফি এবং পুরস্কার
সূর্যকুমারের ক্যারিয়ারে এসেছে একাধিক সাফল্য। গত ২০২৩ সালের এশিয়া কাপ এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আইপিএলে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০১৯ ও ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জেতেন।
এমনকি, ২০২২ ও ২০২৩ সালে আইসিসি টি-২০ ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন। টানা ২ বছর আইসিসি-র টি-২০ দলে জায়গা পান এই ভারতীয় তারকা। গত ২০১২ সালে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ সাল থেকে আবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন।
55
সূর্যকুমারের বিশেষত্ব
সূর্যকুমার যাদবকে তারকা বানিয়েছে তাঁর ব্যাটিং স্টাইল। র্যাম্প, স্কুপ, রিভার্স প্যাডেলের মতো অভিনব শটে বোলারদের তাক লাগিয়ে দেন তিনি। ৩৬০ ডিগ্রি স্ট্রোকপ্লে-র জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম একজন ব্যাটার। দলের প্রয়োজনে আক্রমণাত্মক ব্যাটিং এবং অধিনায়ক হিসেবেও দক্ষতা দেখিয়েছেন। আর রবিবার, তাঁর জন্মদিনেই ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তাই ক্যাপ্টেন অবশ্যই চাইবেন, জয় ছিনিয়ে এনে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে।