MS Dhoni IPL 2025: ধোনি কোথায় ব্যাট করতে নামবেন? আম্বাতি রায়ডু বেছে নিলেন তাঁর পছন্দের একাদশ

Published : Mar 16, 2025, 04:07 PM IST

আইপিএল-এ (IPL 2025) সিএসকে (Chennai Super Kings) দলে ধোনি কোন পজিশনে ব্যাট করবে? রায়ডু সিএসকের সম্ভাব্য প্রথম একাদশ প্রকাশ করেছেন।

PREV
16
MS Dhoni IPL 2025

আইপিএল ২০২৫: সম্ভাব্য সিএসকে একাদশ: ক্রিকেট প্রেমীদের জন্য আইপিএল ২০২৫ শুরু হচ্ছে ২২শে মার্চ। সবাই তাকিয়ে আছে।

26
আইপিএলে চেন্নাই সুপার কিংস সবসময় ভালো দল

ধোনির নেতৃত্বে ৫ বার জিতেছে। সবাই আবার আশা করে আছে। 

36
এইবারের নিলামে সিএসকে ভালো প্লেয়ার নিয়েছে

শোনা যাচ্ছে এটা ধোনির শেষ আইপিএল। রায়ডু একটা সম্ভাব্য দল দিয়েছেন। 

46
রায়ডুর মতে গায়কোয়াড আর ডেভন ওপেন করবে, ২০২৩ সালেও তারা ভালো খেলেছিল

রায়ডুর মতে রাচিন রাবিন্দ্রা ৩ নম্বরে খেলবে। ৪ নম্বরে দীপক হুডা, রাহুল ত্রিপাঠী বা বিজয় শঙ্কর খেলতে পারে। 

56
রায়ডু বলেছেন ধোনি ৭ নম্বরে খেলবে

গত বছরও ও ভালো খেলেছিল। এই বছরেও সবাই তাকিয়ে আছে। 

66
প্রথম একাদশ

রায়ডুর দেওয়া সিএসকে দল: রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী বা বিজয় শঙ্কর, শিবম দুবে, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কুরান, মাথিশা পাথিরানা, আনশুল কাম্বোজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories