Virat Kohli: অস্ট্রেলিয়ার মাটিতে আর খেলব না! কোহলির ঘোষণায় ফ্যানেরা কি হতাশ?

বিরাট কোহলি (Virat Kohli) জানিয়েছেন, যেহেতু অস্ট্রেলিয়ায় পরবর্তী ট্যুর হতে ৩ থেকে ৪ বছর লাগবে, তাই তিনি আর অস্ট্রেলিয়ায় খেলবেন না।

Subhankar Das | Published : Mar 16, 2025 3:50 PM
18
Virat Kohli: ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফিই অস্ট্রেলিয়ায় তার শেষ টেস্ট সিরিজ হতে চলেছে (Virat Kohli News)। 

28
কোহলি জানান, এরপর অস্ট্রেলিয়ার ট্যুরে যাওয়ার সম্ভাবনা নেই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি সেঞ্চুরি হাঁকান, কিন্তু পাঁচ টেস্টের ম্যাচে কোহলি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে মাত্র ১৯০ রান করেন। 

38
পরের অস্ট্রেলিয়া ট্যুরের জন্য তিন থেকে চার বছর অপেক্ষা করতে হবে

তাই আমি আর সেখানে খেলতে যাব না। আগের টেস্ট সিরিজে করা ভুলগুলো আর ঠিক করা যাবে না (Virat Kohli Latest News)।

48
যা হয়েছে, তা তো হয়েই গেছে। ২০১৪ সালের ইংল্যান্ড ট্যুরের ভুলগুলো আমাকে বেশ কিছুদিন তাড়িয়ে বেরিয়েছে

কিন্তু সেটা ২০১৮ সালে ঠিক হয়ে গিয়েছিল। তবে অস্ট্রেলিয়া ট্যুরে করা ভুলগুলো তেমন নয়। 

58
অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করতে না পারার কোনো চিন্তা নেই

নিজের ভুলগুলো নিয়ে ভাবলে আরও টেনশন হবে। অস্ট্রেলিয়ায় আমার সেটাই হয়েছিল। 

68
প্রথম টেস্টে ভালো স্কোর করেছিলাম। ভেবেছিলাম ভালো খেলতে পারব

কিন্তু পরে আশানুরূপ কিছু হয়নি। সমস্যাগুলো মেনে নেওয়াই একমাত্র উপায়। যা হয়ে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই, এমনটাই বলেন কোহলি। 

78
অবসর নিয়ে কোহলির উত্তর বেশ মজার ছিল

কোহলি জানান, তিনি রেকর্ড বা সাফল্যের জন্য খেলেন না, খেলার প্রতি ভালোবাসার জন্য খেলেন। 

88
যতদিন খেলাটা উপভোগ করব এবং আনন্দ পাব, ততদিন খেলতে চাই

অবসরের পর কী করব, তা এখনও ঠিক করিনি। ৩৬ বছর বয়সী কোহলি আরও খেলতে চান বলে জানান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos