
MS Dhoni: সত্যিই যেন অনন্য সম্মান। এবার বিশেষ সম্মানে সম্মানিত ‘ক্যাপ্টেন কুল’ (icc hall of fame 2025)। আইসিসি-র ‘হল অফ ফেম’-এ স্থান পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা মহেন্দ্র সিং ধোনি।
সোমবার, লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানের কথা ঘোষণা করা হয়। ধোনি ছাড়াও এই বছর আরও ৬ জন ক্রিকেটারকে এই সম্মান দিল আইসিসি (ICC)। মাঝে রয়েছে আর মাত্র দু’দিন। তারপরই ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেই টেস্ট যুদ্ধ শুরুর আগে সোমবার, এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। নাম দেওয়া হয়, ‘A day with the legends'
সেখানেই সাতজন ‘লেজেন্ড’-এর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে পাঁচজন আবার পুরুষ এবং দুজন মহিলা ক্রিকেটার।
সেই তালিকাতে আছেন মহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, হাসিম আমলা, ড্যানিয়েল ভেত্তোরি, সানা মীর এবং সারা টেলর।
এদিন ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আইসিসি-র তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “চাপের মুখেও বরফের মতো শান্ত এবং তাঁর অতুলনীয় বুদ্ধি। কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ। অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার, অধিনায়ক এবং উইকেটকিপার।"
উল্লেখ্য, নিজের ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারে দেশকে একাধিক ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল। এমনকি, টেস্ট র্যাঙ্কিংয়ে দেশকে এক নম্বরে তুলেছেন দেশকে। ক্রিকেটে তাঁর অনবদ্য অবদানকে মনে রেখেই আইসিসি-র তরফ থেকে এই সম্মান। তারপর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই-ও।
এমএস ধোনির কথায়, “আইসিসি-র হল অফ ফেম হল একটি অনন্য সম্মান। এটা আসলে সারাজীবনের প্রাপ্তি। এতজন তারকা ক্রিকেটারের পাশে নিজের নাম দেখতে পাওয়া দারুণ সৌভাগ্যের।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।