Nepal vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল ক্রিকেট দল, ঐতিহাসিক সিরিজ জয়

Published : Sep 30, 2025, 05:16 PM IST
Nepal Cricket Team

সংক্ষিপ্ত

Nepal vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুটি টি-২০ ম্যাচে হারিয়ে, ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় শুরু করল নেপাল। 

Nepal vs West Indies: ইতিহাস গড়ল নেপাল। ক্রিকেট মাঠে নিঃসন্দেহে বড় ইতিহাস রচনা করল নেপাল ক্রিকেট দল (nepal vs west indies 2nd t20)। প্রথমবারের জন্য আইসিসি-র পূর্ণ সদস্য কোনও দেশের বিরুদ্ধে সিরিজ জিতল তারা (nepal vs west indies series)। 

নেপালের বিরাট জয়

ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুটি টি-২০ ম্যাচে হারিয়ে, ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় শুরু করল নেপাল। দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায় নেপাল। সেই সিরিজে তাদের প্রতিপক্ষ ছিল দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতো দল। 

তিন ম্যাচের সেই টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় পায় নেপাল। দ্বিতীয় ম্যাচে তারা জিতল ৯০ রানে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের জন্য আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশকে সিরিজে হারিয়ে দিল নেপাল। 

সেইসঙ্গে, আইসিসি-র অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যেও প্রথমবার কোনও দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়লাভ করল। এটা যেমন একদিকে নেপালের গৌরব। ঠিক তেমনই দুবার টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অনেক বড় লজার বিষয় (nepal vs west indies live streaming in india)।

৩ উইকেট পান কুশল ভুর্টেল

শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নেপাল ১৭৩ রান তোলে। শুরুতে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে তাদের। কিন্তু আসিফ শেখ ৬৮ রান করেন। শেষদিকে নেমে সুন্দীপ জোরা ৬৩ রান যোগ করেন। 

জবাবে ব্যাট করতে নেমে লেজেগোবরে হয়ে যায় ক্যারিবিয়ানরা। মাত্র তিনজন দুই সংখ্যার রানে পৌঁছতে পারেন। সর্বোচ্চ রান জেসন হোল্ডারের, সংগ্রহে ২১। ১৭.১ ওভারে, মাত্র ৮৩ রানে সেহস হয়ে যায় ইনিংস। নেপালের হয়ে ৪ উইকেট নেন আদিল আনসারি এবং ৩ উইকেট পান কুশল ভুর্টেল।

অন্যদিকে, এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৮০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নেপাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম