ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে কী বললেন নতুন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি?

ভারত-পাকিস্তান ক্রিকেট-সম্পর্ক কি আদৌ উন্নত হবে? এ বিষয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নজম শেঠি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন একাধিকবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিষোদগার করেছেন রামিজ রাজা। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বরখাস্ত হয়েছেন পিসিবি চেয়ারম্যান। রামিজের বদলে নতুন পিসিবি চেয়ারম্যান হয়েছেন নজম শেঠি। তিনিই এখন থেকে পিসিবি-র ১৪ জনের ক্রিকেট বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এবং ক্রিকেট বিষয়ক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নজম। তিনি বলেছেন, 'ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এবং অন্য়ান্য ক্রিকেট-সম্পর্ক নিয়ে ২ দেশের সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে।' আগামী বছরের এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ নিয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে তিক্ততা তৈরি হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেছেন, পাকিস্তানে হবে না এশিয়া কাপ। নিরপেক্ষ দেশে সরে যাবে এই প্রতিযোগিতা। সদ্য প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ পাল্টা বলেছিলেন, ভারতীয় দল যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তান দলও ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নতুন পিসিবি চেয়ারম্যান।

এবারের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছে পাকিস্তান। এরপর দেশের মাটিতে মুখ থুবড়ে পড়েছেন বাবর আজমরা। রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচি, ৩ টেস্ট ম্যাচেই সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। এই সিরিজে ব্যর্থতার পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান। সোমবার থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। ২ টেস্ট ম্যাচ এবং ৩ ওডিআই খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বরখাস্ত হওয়ার আগে টেস্ট সিরিজের জন্য় দল ঘোষণা করেছেন রামিজরা। এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নজম। তিনি বলেছেন, 'আমি জানি না দলে কোনও বদল করা দরকার কি না, আমরা আলোচনা করে দেখব নতুন করে দল গঠন করতে হবে কি না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা না হলেই ভাল হত।'

Latest Videos

এর আগেও পিসিবি-তে দায়িত্ব করেছেন নজম। এবারও নতুন দায়িত্ব পালন করতে তৈরি তিনি, জানিয়ে দিয়েছেন নতুন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, 'আমার মনে হয়, আমি পদত্যাগ করার আগে যে ৪-৫ বছর দায়িত্বে ছিলাম, তখন ভাল কাজই করেছি। তবে গত ৪ বছরে কী হয়েছে, সেটা সবাই দেখেছে।'

আরও পড়ুন-

শুক্রবার আইপিএল-এর মিনি অকশনের পর ১০টি ফ্র্যাঞ্চাইজির পুরো দল দেখে নিন

শুক্রবার হল আইপিএল নিলাম, শাকিব, লিটন-সহ ৮ ক্রিকেটারকে নিল কেকেআর

থিয়েরি অঁরির সই করা জার্সি কোথায়? খুঁজে রাখো, সৌরভকে বার্তা গাভাসকরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today