গম্ভীর (Gautam Gambhir) যুগে কি নতুন টিম ইন্ডিয়াকে (Team India) দেখা যাচ্ছে? শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)।
গম্ভীর (Gautam Gambhir) যুগে কি নতুন টিম ইন্ডিয়াকে (Team India) দেখা যাচ্ছে? শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)।
নতুন কোচের অধীনে যে নতুন কিছু পরিকল্পনা আসতে চলেছে দলের অন্দরে, তা যেন ফের একবার এই ম্যাচে বোঝা গেল। আর সেটা নিশ্চিত করে দিলেন দলের বোলিং কোচ সাইরাজ বাহুতুলে নিজেও।
যে পরিকল্পনার সূত্রপাত শ্রীলঙ্কার সঙ্গে টি-২০ সিরিজ থেকেই শুরু হয়ে গেছে। সেখানে প্রত্যেকটি ম্যাচই জেতেন সূর্যকুমার যাদবরা। এমনকি, শেষ টি-২০ ম্যাচে বল করতে দেখা যায় অধিনায়ক সূর্যকুমার ও রিঙ্কু সিংকেও। সবথেকে বড় বিষয়, গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্সও করেন তারা। আবার একদিনের ম্যাচে বল করেন শুভমান গিল।
দেখা যাচ্ছে যে, দলের ব্যাটাররাও বল হাতে নেমে পড়ছেন। জাতীয় দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের কথাতেও সেই পরিকল্পনার কথা সামনে এল। ম্যাচের পর তিনি জানালেন, “আগামীদিনে ক্রিকেট আসলে অলরাউন্ডারদের (All-Rounder) খেলা হয়ে উঠবে। ফলে যদি দলের টপ অর্ডারের কয়েকজন ব্যাটার ঠিকঠাক বল করতে পারে, তাহলে সেটা আখেরে দলকে অনেকটাই সাহায্য করবে। তবে হ্যাঁ, পুরোটাই পিচ এবং ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে।”
যদিও প্রথম একদিনের ম্যাচে খুব একটা ভালো বল করেননি শুভমান। মাত্র এক ওভার বল করে ১৪ রান দেন তিনি। শেষপর্যন্ত, শ্রীলঙ্কাকে অবশ্য কম রানেই আটকে দেয় ভারত। তবে ২৩০ রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। কিন্তু ভবিষ্যতে কি তাহলে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদেরও বল করতে দেখা যাবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।