Indian Cricket: নতুন বছরে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে ভারতীয় দলের জন্য?

Published : Jan 01, 2024, 03:46 PM ISTUpdated : Jan 01, 2024, 04:32 PM IST
India A Team

সংক্ষিপ্ত

২০২৩ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপও জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপে রানার্স হয়েছে ভারত।

২০২৪ সালের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে ভারতের পুরুষদের দল। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে ভারতের মহিলা দল। সারা বছরে আরও অনেক সিরিজ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পুরুষদের আইপিএল, মহিলাদের উইমেনস প্রিমিয়ার লিগও আছে। সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন রোহিত শর্মা, হরমনপ্রীত কউর, বিরাট কোহলি, জেমাইমা রডরিগেজরা। ২০২৩ সালে ভারতের পুরুষ ও মহিলা দল যেমন অনেক সাফল্য পেয়েছে, তেমনই আবার ব্যর্থতাও এসেছে। নতুন বছরে ব্যর্থতা কাটিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়াই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য। পুরুষ ও মহিলা দল এ বছর টি-২০ বিশ্বকাপ খেলবে। পুরুষ দল যেমন আইসিসি টুর্নামেন্টের খরা কাটানোর চেষ্টা করবে, সিনিয়র মহিলা দল তেমনই প্রথমবার আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে। জুনে হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে সেপ্টেম্বর-অক্টোবরে।

নতুন বছরের শুরুতে বেশি টেস্ট ক্রিকেট খেলবেন রোহিতরা

২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতের পুরুষদের দল। বছরের শেষদিকে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। তার আগে দেশের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবে ভারত। 

ভারতের পুরুষ দলের ঠাসা সূচি

নতুন বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলে দেশে ফেরার পর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হবে। তারপর হবে আইপিএল। জুনে হবে টি-২০ বিশ্বকাপ। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারত। সেপ্টেম্বরে দেশের মাটিতে ২টি টেস্ট, ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।

ভারতের মহিলা দলেরও ঠাসা সূচি

জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলার পর ফেব্রুয়ারি-মার্চে উইমেনস প্রিমিয়ার লিগ খেলবেন ভারতের মহিলা ক্রিকেটাররা। সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

David Warner: বিদায়ী টেস্টের আগেই ওডিআই থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

Shubman Gill: নতুন বছরে ব্যক্তিগত ও পেশার ক্ষেত্রে লক্ষ্য কী? কাগজে লিখে রাখলেন শুবমান গিল

Gautam Gambhir: ভারত-পাকিস্তান লড়াইকে ছাপিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, মত গম্ভীরের

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম