সংক্ষিপ্ত
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার। এই ওপেনার একাধিকবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন।
ওডিআই বিশ্বকাপ ফাইনালই শেষ, আর এই ফর্ম্যাটে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নতুন বছরের প্রথম দিন ওডিআই থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ওয়ার্নার। তিনি জানিয়েছেন, ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আর এই ফর্ম্যাটে খেলতে চাইছেন না তিনি। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর ঘোষণা করেছেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলেই সরে যাবেন তিনি। এই তারকা ব্যাটারের বিদায়ে টেস্ট, ওডিআই ক্রিকেটে শূন্যতা তৈরি হতে চলেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলেও, ভারতে অত্যন্ত জনপ্রিয় ওয়ার্নার। তিনিও ভারতীয়দের পছন্দ করেন। আইপিএল-এ খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত ওয়ার্নার। তিনি মেয়ের নাম রেখেছেন ইন্ডি। সেই কারণে তাঁর অবসরে ভারতের ক্রিকেটপ্রেমীরাও দুঃখিত। তবে টেস্ট, ওডিআই থেকে অবসর ঘোষণা করলেও, আইপিএল-এ খেলবেন ওয়ার্নার। ফলে ভারতের ক্রিকেটপ্রেমীরা তাঁর খেলা দেখার সুযোগ পাবেন।
পরিবারকে সময় দিতে চাইছেন ওয়ার্নার
সোমবার সিডনিতে সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানিয়েছেন, ‘আমি এবার পরিবারকে সময় দিতে চাই। স্ত্রী ক্যান্ডিস, মেয়ে আইভি, ইসলা ও ইন্ডিকে এবার সময় দেব। ওডিআই বিশ্বকাপের সময় থেকেই অবসরের কথা ভাবছিলাম। ভারতে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বিরাট কৃতিত্ব অর্জন। সেই কারণেই এবার পাকাপাকিভাবে ওডিআই ফর্ম্যাট থেকে সরে যাচ্ছি।’
দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরবেন ওয়ার্নার
ওডিআই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেও, সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি অস্ট্রেলিয়া দলে টপ অর্ডার ব্যাটার প্রয়োজন হয়, তাহলে তিনি অবসর ভেঙে সেই টুর্নামেন্টে খেলবেন। এই তারকা ব্যাটার বলেছেন, ‘আমি জানি, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। আমি আগামী ২ বছর ধরে ভালোভাবে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারি এবং দলে কাউকে দরকার হয়, তাহলে আমি খেলার জন্য তৈরি থাকব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Shubman Gill: নতুন বছরে ব্যক্তিগত ও পেশার ক্ষেত্রে লক্ষ্য কী? কাগজে লিখে রাখলেন শুবমান গিল
Gautam Gambhir: ভারত-পাকিস্তান লড়াইকে ছাপিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, মত গম্ভীরের
India Vs South Africa: কেপ টাউনে অশ্বিনের পরিবর্তে জাদেজাকে খেলানো হোক, চাইছেন ইরফান পাঠান