চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ভারতের বিরুদ্ধে শেষ টেস্টেও নেই উইলিয়ামসন

দলে নেই তিনি। 

দলে নেই তিনি। ভারতের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন (Kane Williamson)।

এমনিতেই প্রথম দুটি টেস্ট ম্যাচে স্কোয়াডে ছিলেন না। আর শেষ ম্যাচেও তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ়।

Latest Videos

আর ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার থেকে। বেঙ্গালুরু এবং পুনে টেস্টের সময় ভারতে আসেননি উইলিয়ামসন। কারণ, শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন তিনি। আর তারপরেই দেশে ফিরে যান এই কিউয়ি তারকা। তবে ভারতের বিরুদ্ধে উইলিয়ামসন না খেললেও হেলায় সিরিজ নিয়ে নেয় ব্ল্যাকক্যাপ্সরা।

টম লাথামের নেতৃত্বে প্রথমবারের জন্য ভারতের মাটিতে টেস্ট সিরিজ় (Test Series) জয় করে তারা। কিন্তু কুঁচকির চোটের কারণে, খেলতে পারলেন না উইলিয়ামসন নিজে। নিউজ়িল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “কেন উইলিয়ামসন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু আমরা চাই যে, আরও একটু সময় নিক ও। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে আমাদের ভীষণ প্রয়োজন পড়বে।”

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের মধ্যে প্রথম দুটি ম্যাচই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এমনকি, সিরিজ়ও আপাতত তাদের পকেটে। তাই উইলিয়ামসনকে খেলানোর ঝুঁকি নিতে একদমই রাজি নন তারা। প্রধান কোচ গ্যারি স্টিডের কথায়, “উইলিয়ামসন দ্রুত সুস্থ হয়ে উঠছে। কিন্তু এখনই বিমানে উঠে ভারতে এসে দলের সঙ্গে যোগ দেওয়া কোনওভাবেই সম্ভব নয় ওর পক্ষে। তবে আগামীদিনে উইলিয়ামসনকে নিশ্চয়ই পাওয়া যাবে আমাদের সাথে। ও নিউজ়িল্যান্ডে (New Zealand) থাকলেই ভালো। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari