আইপিএল ২০২৫-এ পুরানই দলকে নেতৃত্ব দেবেন বলে লখনউ কর্তৃপক্ষ জানিয়েছে।
আসন্ন আইপিএল মরসুমে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। ১৮ কোটিতে তাঁকে ধরে রাখার ব্যাপারে সমঝোতা হয়েছে। লখনউয়ের প্রথম পছন্দ পুরান। রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বধোনিকেও ধরে রাখবে লখনউ। এর ফলে কে এল রাহুল ফ্র্যাঞ্চাইজি ছাড়বেন বলে নিশ্চিত হয়ে গেছে। তিনি আইপিএল মেগা নিলামে থাকবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে দলে নেওয়ার জন্য প্রধানত চেষ্টা করবে।
আইপিএল ২০২৫-এ পুরানই দলকে নেতৃত্ব দেবেন বলে লখনউ কর্তৃপক্ষ জানিয়েছে। “পুরানের উপর আস্থা রাখতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজি। গত বছরও তিনি অধিনায়ক ছিলেন এবং জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাই আমরা তাঁর সাথেই থাকব। তাঁ ছাড়াও পেসার মায়াঙ্ক যাদব, স্পিনার রবি বিষ্ণোইকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” লখনউয়ের সূত্র জানিয়েছে।
২০২৩ সালে ১৬ কোটি টাকায় তিনি লখনউতে যোগ দেন। গত মরসুমে রাহুলের অনুপস্থিতিতে নেতৃত্বের দক্ষতাও দেখিয়েছেন তিনি। মায়াঙ্কের দুর্দান্ত বোলিং লখনউকে আকর্ষণ করেছে। অভিষেক মরসুমে ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করে সবাইকে অবাক করেছিলেন। আইপিএল ২০২৪-এর মাত্র চার ম্যাচে খেলেছিলেন। এরপর চোটের কারণে মরসুম হারান। তবে ফিরে এসে ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা করে নেন। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে লখনউ দলে নিয়েছিল।
২০২২ সালের মেগা নিলামে অন-ক্যাপড খেলোয়াড় হিসেবে রবি বিষ্ণোইকে ধরে রাখা হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে লখনউ। ২০২২ এবং ২০২৩ সালে লখনউ প্লে-অফে পৌঁছালে বিষ্ণোইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।