
Kane Williamson T20 Retirement: কয়েক মাস পরেই হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। তার আগেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সব ফর্ম্যাটেই নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি যেমন ব্যাটার হিসেবে সফল, তেমনই অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। তবে রবিবার তিনি জানিয়ে দিলেন, আর টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলবেন না। এবার থেকে শুধু টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন। নিউজিল্যান্ডের হয়ে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন উইলিয়ামসন। এই ফর্ম্যাটে তাঁর মোট রান ২,৫৭৫। তিনি ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের (2024 ICC Men's T20 World Cup) পর থেকে এই ফর্ম্যাটে খুব বেশি ম্যাচ খেলেননি উইলিয়ামসন। তাঁর পরিবর্তে টি-২০ ফর্ম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)।
নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন যে ৯৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তার মধ্যে ৭৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে কিউয়িরা। তারা টি-২০ ফর্ম্যাটে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে। ২০১৬ ও ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তারা ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়।
অবসর ঘোষণা করে উইলিয়ামসন জানিয়েছেন, ‘আমার ও দলের পক্ষে টি-২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়ার উপযুক্ত সময়। আমার অবসর দলের পক্ষে ভালো। এতে ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। টি-২০ বিশ্বকাপই এখন দলের পরবর্তী লক্ষ্য। আমাদের টি-২০ দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের খেলার সুযোগ দেওয়া জরুরি। ওদের বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। মিচ অসাধারণ নেতা ও অধিনায়ক। ও দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে। এবার এই ফর্ম্যাটে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।