New Zealand vs Pakistan: পাকিস্তানের দুর্দশা অব্যাহত, টি-২০-এর পর ওডিআই সিরিজেও জয় নিউজিল্যান্ডের

Published : Apr 02, 2025, 04:00 PM ISTUpdated : Apr 02, 2025, 04:01 PM IST
India vs New Zealand, 2nd T20I

সংক্ষিপ্ত

New Zealand vs Pakistan: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরে টি-২০, ওডিআই সিরিজেও ব্যর্থ পাকিস্তান। অধিনায়ক বদল করে কোনও লাভ হল না। দুই সিরিজেই হেরে গেল পাকিস্তান।

New Zealand vs Pakistan, ODI Series: টি-২০ সিরিজে (T20 Series) ৪-১ জয় এসেছে। এবার ওডিআই (ODI) সিরিজেও পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দিল নিউজিল্যান্ড (New Zealand)। এক ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জিতে নিল কিউয়িরা। প্রথম ওডিআই ম্যাচে ৭৩ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ওডিআই ম্যাচে ৮৪ রানে জয় পেল নিউজিল্যান্ড। বুধবার হ্যামিলটনের সেডন পার্কে একপেশে ম্যাচ দেখা গেল। কোনওরকম লড়াই করতে পারল না পাকিস্তান। নিউজিল্যান্ডের জয়ের নায়ক উইকেটকিপার-ব্যাটার মিচেল হে (Mitchell Hay) এবং পেসার বেন সিয়ার্স (Ben Sears)। পাকিস্তানের হয়ে বোলিং-ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দেখান ফাহিম আশরফ (Faheem Ashraf)। নাসিম শাহ (Naseem Shah), সুফিয়ান মুকিমও (Sufiyan Muqeem) ভালো পারফরম্যান্স দেখান। কিন্তু সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। এর ফলেই সহজ জয় পেল নিউজিল্যান্ড।

৯৯ রানে অপরাজিত হে

বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মজ রিজওয়ান (Mohammad Rizwan)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯২ রান করে নিউজিল্যান্ড। ৭৮ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন হে। তিনি সাতটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। মহম্মদ আব্বাস করেন ৪১ রান। পাকিস্তানের হয়ে ২ উইকেট করে নেন মহম্মদ ওয়াসিম জুনিয়র ও সুফিয়ান। ১ উইকেট করে নেন ফাহিম, আকিফ জাভেদ ও হ্যারিস রউফ। 

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা

বড় স্কোর তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। সর্বাধিক ৭৩ রান করেন ফাহিম। ৫১ রান করেন নাসিম। ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় পাকিস্তান। এরপর ফাহিম ও নাসিমের জন্য সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় পাকিস্তান। না হলে আরও আগেই জয় পেত নিউজিল্যান্ড। ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন সিয়ার্স। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন জ্যাকব ডাফি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে